পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মারধর করতে সবচেয়ে পটু ! মন্তব্য BJP সাংসদ সানির - পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ

যখন কাউকে পেটানোর বিষয় আসে, তখন সবাই জানে, তিনিই সিদ্ধহস্ত ৷ তিনিই সবচেয়ে এগিয়ে ৷ আর কাউকে প্রয়োজন নেই ৷ এমনই মন্তব্য করলেন সানি দেওল ৷

no one is better than him when it comes to beating up someone,  said sunny deol
মারধর করতে সবচেয়ে পটু ! মন্তব্য BJP সাংসদ সানির

By

Published : Feb 18, 2020, 3:50 AM IST

পাঠানকোট, 18 ফেব্রুয়ারি : যখন কাউকে পেটানোর বিষয় আসে, তখন সবাই জানে, তিনিই সিদ্ধহস্ত ৷ তিনিই সবচেয়ে এগিয়ে ৷ আর কাউকে প্রয়োজন নেই ৷ এমনই মন্তব্য করলেন সানি দেওল ৷

বলিউড তারকা এখন পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ ৷ পাঠানকোটে একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, রাজ্য সরকারের কর্মচারীরা সাধারণ মানুষকে হেনস্থা করছে ৷ বলছে, তাঁরা নাকি সানিকে নির্বাচিত করে ভুল করেছেন ৷ এরকম তুচ্ছ বিষযে তিনি মাথা ঘামাতে রাজি নন৷

তাঁর বক্তব্য, বিতর্কিত মন্তব্য একেবারেই না পসন্দ সানির ৷ কিন্তু সবাই একটি বিষয়ে অবগত ৷ সানির কথায়, ''কাউকে মারধরের বিষয়টা যখন এসেই পড়ে, তখন সবাই জানে এ ব্যাপারে আমার চেয়ে ভালো কেউ নেই ৷ ''

ABOUT THE AUTHOR

...view details