পটনা, 13 জানুয়ারি : বিহারে NRC হবে না ৷ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ নাগরিকত্ব আইন সংশোধনী আইন (2019) সমর্থন করলেও নাগরিকপঞ্জি (NRC) সমর্থন করেন না, স্পষ্ট একথা জানান বিহারের মুখ্যমন্ত্রী ৷
BJP-এর শরিক দল নীতীশ কুমারের JDU ৷ এবার সেই JDU নেতার গলাতেই অন্য সুর ৷ তিনি বললেন রাজ্যে NRC হবে না ৷ CAA-র সমর্থন করায় নীতীশের দলের ভিতরেই ক্ষোভ তৈরি হয়েছে । এই আইনের সমর্থন নিয়ে নীতীশ নেতৃত্বের সমালোচনা করে সরব হয়েছেন দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর ৷ সমালোচনা করেছিলেন নীতীশের দলের নেতা পবন ভার্মা ৷
CAA-NRC নিয়ে সারা দেশে বিক্ষোভ চলছে ৷ নাগরিকদের একাংশ পথে নেমেছেন এই আইনের সমালোচনায় ৷ এই প্রেক্ষিতে BJP শরিক JDU-র নেতা নীতীশ কুমারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালায় পিনারাই বিজয়ন, ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল, রাজস্থানের অশোক গেহলত সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের পথেই হাঁটলেন নীতীশ ৷ বিরোধিতা করলেন NRC-এর ৷