দিল্লি, 4 এপ্রিল : কোরোনার অন্ধকার মুছে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল এক ভিডিয়ো বার্তায় তিনি একথা বলার পরই মানুষজনের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয় । সবচেয়ে বড় যে উদ্বেগটি প্রকাশ্যে আসে তা হল যদি একসঙ্গে দেশের সব বাড়িগুলিতে আলো নিভে যায়, তাহলে কোথাও ভোল্টেজের ওঠানামা হতে পারে বা বিদ্যুৎ সরবরাহে অস্থিতিশীলতা দেখা যেতে পারে । আর এর জেরে অন্য বৈদ্যুতিন সরঞ্জামগুলির ক্ষতি হতে পারে । কিন্তু আজ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, এইরকম আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন । অযথা চিন্তা না করে মানুষজনকে নিশ্চিন্তে থাকার পরামর্শ দেওয়া হয় । পাশাপাশি আলো নিভিয়ে ফেলা বলতে কী বোঝানো হয়েছে তাও আজ সবিস্তারে ব্যাখ্যা করা হয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে ।
বিদ্যুৎ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতীয় বিদ্যুৎ পরিষেবা যথেষ্ট মজবুত ও স্থিতিশীল । পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা করা ও সম্পূর্ণ পরিস্থিতির সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে তার।"
বিবৃতিতে আরও বলা হয়, আগামীকাল রাত 9টা বেজে 9মিনিটে প্রধানমন্ত্রী শুধুমাত্র ঘরের বৈদ্যুতিন আলো বন্ধ করার আবেদন জানিয়েছেন। রাস্তার আলো, কম্পিউটার, টিভি, ফ্যান, রেফ্রিজারেটর, বাড়ির AC এগুলি বন্ধ করতে বলা হয়নি । যেহেতু এই বার্তা শুধুমাত্র বাড়ির জন্য তাই হাসপাতাল ও অন্য প্রয়োজনীয় পরিষেবা যেমন জনস্বাস্থ্য, পৌর পরিষেবা, অফিস, থানা, প্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন কেন্দ্রগুলির আলো বন্ধ থাকবে না । সমস্ত পরিষেবা সচল থাকবে ।