পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শাহিনবাগ আন্দোলনকারীদের সঙ্গে কাল বৈঠক নেই শাহর, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের - শাহিনবাগ আন্দোলনকারীদের সঙ্গে রবিবার বৈঠকে বসছেন না স্বরাষ্ট্র মন্ত্রী

শাহিনবাগের প্রতিবাদকারীদের একাংশ শনিবার জানান, তাঁরা রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি গিয়ে দেখা করবেন । জাতীয় নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ে আলোচনা করবেন । কিন্তু কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন তাঁরা । আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগামীকালের কোনও বৈঠক কর্মসূচি ঠিক হয়নি ।

mha
mha

By

Published : Feb 15, 2020, 9:39 PM IST

Updated : Feb 15, 2020, 9:51 PM IST

দিল্লি, 15 ফেব্রুয়ারি : শাহিনবাগ আন্দোলনকারীদের সঙ্গে রবিবার বৈঠকে বসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একথা জানানো হয় । শাহিনবাগের আন্দোলনকারীরা বলেছিলেন, রবিবার অমিত শাহর সঙ্গে তাঁরা দেখা করবেন । নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে আলোচনা করবেন ।

শাহিনবাগের প্রতিবাদকারীদের একাংশ শনিবার জানান, তাঁরা রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি গিয়ে দেখা করবেন । জাতীয় নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ে আলোচনা করবেন । কিন্তু কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন তাঁরা । এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগামীকালের কোনও বৈঠক কর্মসূচি ঠিক হয়নি ।

CAA এবং NRC-র বিরুদ্ধে আজ প্রায় দু'মাস আন্দোলনরত দিল্লির শাহিনবাগ । শত মানুষ অবস্থানে বসেছেন ।

শাহিনবাগের আন্দোলনকারীদের একাংশ আজ সংবাদমাধ্যমকে জানান, বিশেষভাবে নয় রবিবার তাঁরা অমিত শাহর সঙ্গে ব্যক্তিগতভাবেই দেখা করবেন । একজন আন্দোলনকারী জানান, "টেলিভিশনে প্রত্যেককে তাঁর সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অমিত শাহ । তিনি বলেছিলেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে যাঁরা সমস্যায় পড়ছেন, তাঁদের অমিত শাহর সঙ্গে দেখা করা উচিত । " একজন মহিলা আন্দোলনকারী জানান, প্রত্যেক মহিলাও রবিবার গিয়ে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে । তিনি বলেন, "আগামীকাল প্রত্যেকে অমিত শাহর সঙ্গে গিয়ে দেখা করবেন । সব নাগরিকদের কাছে আমাদের অনুরোধ যাঁদেরই CAA, NPR ও NRC নিয়ে কোনও সমস্যা হচ্ছে তাঁরা গিয়ে অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন ।"

Last Updated : Feb 15, 2020, 9:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details