দিল্লি, 17 জুলাই : প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ভারতের মাটি কেউ দখল করতে পারবে না । লাদাখ সফরে ভারতীয় সেনাবাহিনী ও ITBP জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
লাদাখ ও জম্মু-কাশ্মীরে দুই দিনের সফরে বেরিয়েছেন রাজনাথ সিং । আজ লাদাখ যান তিনি । সেখানে জানান, ''ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধী ইশু নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে ৷ কিন্তু, কতটা মেটানো যাবে সেই ব্যাপারে কিছু বলতে পারছি না ৷ তবে একটা কথা দৃঢ়ভাবে বলতে পারি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না ৷''