পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের এক ইঞ্চি জমিও কেউ কাড়তে পারবে না : রাজনাথ সিং - Gallowan

নাম না করে চিনকে কড়া বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । বললেন, ভবিষ্যতেও যদি আগ্রাসন জারি থাকে তখনও তা কড়া হাতে দমন করা হবে ।

ছবি
ছবি

By

Published : Jul 17, 2020, 4:41 PM IST

Updated : Jul 17, 2020, 5:21 PM IST

দিল্লি, 17 জুলাই : প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ভারতের মাটি কেউ দখল করতে পারবে না । লাদাখ সফরে ভারতীয় সেনাবাহিনী ও ITBP জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

লাদাখ ও জম্মু-কাশ্মীরে দুই দিনের সফরে বেরিয়েছেন রাজনাথ সিং । আজ লাদাখ যান তিনি । সেখানে জানান, ''ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধী ইশু নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে ৷ কিন্তু, কতটা মেটানো যাবে সেই ব্যাপারে কিছু বলতে পারছি না ৷ তবে একটা কথা দৃঢ়ভাবে বলতে পারি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না ৷''

কী বললেন প্রতিরক্ষামন্ত্রী ?

তাঁর আরও সংযোজন, ভবিষ্যতেও যদি কারও অগ্রাসন জারি থাকে, তখনও ভারত এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ৷ গালওয়ানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "চিনা সেনার সঙ্গে প্রাণ হারিয়েছেন আমাদের কয়েকজন জওয়ান ৷ তাঁদের মৃত্যুতে আমি শোকাহত ৷ শহিদদের শ্রদ্ধা জানাই৷"

আজ লাদাখে পৌঁছাতেই রাজনাথ সিংকে স্বাগত জানান সেনা আধিকারিকরা । তাঁদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী । সীমান্তে কত সেনা মজুত রয়েছে, কী কী অস্ত্র রয়েছে তাঁদের কাছে, কত অস্ত্র দরকার সেই সব খতিয়ে দেখেন তিনি ।

Last Updated : Jul 17, 2020, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details