পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিংসাত্মক মন্তব্যের জন্য এখনই FIR নয়, হাইকোর্টে দিল্লি পুলিশ

যারা হিংসাত্মক মন্তব্য করেছিল, তাদের বিরুদ্ধে FIR দায়েরের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । আজ হাইকোর্টে দিল্লি পুলিশ জানায় যে, হিংসাত্মক মন্তব্যের জন্য FIR দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে তারা ।

delhi police
delhi police

By

Published : Feb 27, 2020, 6:27 PM IST

দিল্লি, 27 ফেব্রুয়ারি : হিংসাত্মক মন্তব্যের জন্য এখন কারও বিরুদ্ধে FIR দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে তারা । আজ দিল্লি হাইকোর্টে একথা জানাল দিল্লি পুলিশ । কারণ হিসেবে তারা জানায়, এই মুহূর্তে দিল্লিতে শান্তি ফিরিয়ে আনতে তা সাহায্য করবে না । উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 48টি FIR দায়ের করা হয়েছে ।

রবিবার থেকে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষ চলছে । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 । জখম প্রায় 250 । যারা এই হিংসায় মদত দিয়েছে বা যারা হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে FIR করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল । গতকাল সেই আবেদনের শুনানির সময় BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং প্রবেশ বর্মার বক্তব্যের ভিডিয়ো আদালতে দেখানো হয় । বিচারপতি এস মুরলীধরের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল । দিল্লি পুলিশের উদ্দেশে তিনি বলেছিলেন, "সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য FIR করার ক্ষেত্রে আপনারা তৎপরতা দেখিয়েছিলেন । কিন্তু এই বক্তব্যগুলির জন্য আপনারা কেন FIR দায়ের করেননি? অপরাধের উপস্থিতি স্বীকার করতে চাইছেন না? এই মুহূর্তে FIR দায়ের করুন । "

এরপরই রাতারাতি বদলি করা হয় বিচারপতি এস মুরলীধরকে । সুপ্রিম কোর্টের কলেজ়িয়ামের সুপারিশ মেনে বুধবার রাতে বিচারপতি মুরলীধরকে বদলি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাঝরাতে জারি হয় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ।

আজ বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি সি হরিশংকরের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় । গতকালের আদেশের উত্তর দেয় দিল্লি পুলিশ । তাদের তরফে জানানো হয়, হিংসাত্মক বক্তব্যের জন্য এখনই কোনও FIR দায়ের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ এই পদক্ষেপ দিল্লির পরিস্থিতিতে এই মুহূর্তে কোনও প্রভাব ফেলবে না । হিংসাত্মক বক্তব্যের বিরুদ্ধে যদি FIR দায়ের করতে হয় সেক্ষেত্রে সময় লাগবে বলেও আদালতে জানায় তারা।

দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, "আবেদনকারীরা তিনজনের হিংসাত্মক বক্তব্যের কথা উল্লেখ করেছেন । কিন্তু এই কয়েকটি ছাড়াও আরও অনেকে হিংসাত্মক মন্তব্য করেছেন ।"

তুষার মেহতা ভারত সরকারকে এই মামলার পক্ষ হিসেবে যুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন করেন । তার প্রেক্ষিতে কেন্দ্রকে এই মামলার একটি পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেয় আদালত । 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ।

রাতারাতি বিচারপতি বদল নিয়ে তরজায় কেন্দ্র-বিরোধীরা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details