পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওয়াঘা সীমান্তে BSF-এর ইদের আমন্ত্রণ ফিরিয়ে দিল পাকিস্তান রেঞ্জার্স - Eid ul Adha

গতকাল পাকিস্তান রেঞ্জার্স BSF কর্মীদের জানিয়েছিল যে, এ বছর বকরি ইদ উপলক্ষ্যে মিষ্টি বিনিময় হবে না । এ বছর জুনের শুরুর দিকে ইদ উল ফিতর উপলক্ষ্যে BSF এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা ওয়াঘা সীমান্তে মিষ্টি আদান প্রদান করেছিল । কিন্তু, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ নিয়ে কড়া অবস্থান নিয়ে পাকিস্তান ।

ওয়াঘা সীমান্ত

By

Published : Aug 12, 2019, 3:49 PM IST

ওয়াঘা, 12 অগাস্ট : পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে এবার ইদ উপলক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হল না । সূত্রের খবর, BSF কর্মীরা পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করতে রাজি ছিল । কিন্তু পাকিস্তান এ ব্যাপারে কোনও উৎসাহ দেখায়নি ।

সূত্রের খবর, গতকাল পাকিস্তান রেঞ্জার্স BSF কর্মীদের জানিয়েছিল যে, এ বছর বকরি ইদ উপলক্ষ্যে মিষ্টি বিনিময় হবে না । এ বছর জুনের শুরুর দিকে ইদ উল ফিতর উপলক্ষ্যে BSF এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা ওয়াঘা সীমান্তে মিষ্টি আদান প্রদান করেছিল । কিন্তু, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ নিয়ে কড়া অবস্থান নিয়ে পাকিস্তান ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে বিরোধিতা চালাবে বলেও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমন ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ পথগুলি খোলা থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয় ।

ABOUT THE AUTHOR

...view details