পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CAA থেকে অব্যাহতি নেই : রবিশংকর প্রসাদ

কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্য নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু করার বিপক্ষে। ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । তার মাঝে রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের । জানিয়ে দিলেন, অব্যাহতি নেই CAA থেকে ।

Ravi Shankar Prasad
ছবি

By

Published : Jan 2, 2020, 6:48 AM IST

দিল্লি, 2 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক রাজ্য । নানা প্রান্তে চলেছে বিক্ষোভ । ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । তার মাঝেই রাজ্যগুলিকে কার্যত সতর্ক করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ । স্পষ্ট করে দিলেন, CAA থেকে পালানোর কোনও পথ নেই । কোনও রাজ্যকে অব্যাহতি দেওয়া হবে না । বাস্তবায়িত হবে CAA।

কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইন লাগু করার বিপক্ষে । কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের যুক্তি, বিধানসভাগুলির কিছু বিশেষ অধিকার রয়েছে । সেই অনুযায়ী CAA বাতিলের প্রস্তাব পাশ হয়েছে । এদিকে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন রবিশংকর । তাঁর বক্তব্য, এই ধরণের প্রস্তাব পাশ সংবিধান-বিরোধী । আইনমন্ত্রী বলেন, আমরা দেখছি ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য কয়েকটি রাজ্য সরকার এই আইনের বিরোধিতা করে জনসমক্ষে মন্তব্য করছেন । তাঁরা জানিয়ে দিচ্ছেন, সংশ্লিষ্ট রাজ্যে CAA লাগু করতে দেবেন না । কিন্তু আমি ওদের মনে করিয়ে দিতে চাই, আপনারা একটু আইনজ্ঞদের পরামর্শ নিন । সংবিধানের ২৪৫ ও ২৫৬ ধারা বলছে, সংসদের পূর্ণ অধিকার আছে নাগরিকত্ব বিষয়ক আইন পাশ করার । আর সংবিধানের ২৫৬ ধারা বলছে, রাজ্য সেই আইন লাগু করতে বাধ্য ।

রবিশংকর জানান, এগুলি সম্পূর্ণরুপে সাংবিধানিক দায়বদ্ধতা । সংসদের দুই কক্ষে আলোচনা করে এই বিল পাশ করানো হয়েছে । যা এখন আইনে পরিণত । এবং এটি লাগু হবেই । রাজ্য সরকারগুলিকে আক্রমণ করে রবিশংকরের বক্তব্য, সংবিধানের বিধি মেনে যখন তারা শপথ নিয়েছে, তখন সংবিধানকে মান্য করতেও বাধ্য তারা ।

এদিকে, কংগ্রেস সূত্রে খবর এখনই কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলি প্রস্তাব পাশ করার বিষয়ে আগ্রহী নয় । এক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের শুনানির জন্য অপেক্ষা করবে ।

ABOUT THE AUTHOR

...view details