পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিদ্যুৎ না এলে ভোট বয়কট, হুঁশিয়ারী গ্রামবাসীদের

স্বাধীনতার ৭০ বছর পরেও উত্তকাশীর মোরি-পুরোলা এলাকার ৪০টি গ্রামে পৌঁছয়নি গ্রিড নির্ভর বিদ্যুৎ।

ছবিটা প্রতীকী

By

Published : Mar 13, 2019, 1:38 PM IST

উত্তরকাশী (উত্তরাখণ্ড), ১৩ মার্চ : ভোট আসে ভোট যায়। কিন্তু সমস্যার সমাধান হয় না। প্রতি নির্বাচনে নেতাদের থেকে পাওয়া যায় গালভরা প্রতিশ্রুতি। ভোটে জিতলেই মিটিয়ে ফেলা হবে সব সমস্যা। কিন্তু নির্বাচনের পর এ মুখো হন না নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। সেই কারণেই এবার লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিল উত্তরকাশীর মোরি-পুরোলা এলাকার মানুষ।

স্বাধীনতার ৭০ বছর পরেও উত্তকাশীর মোরি-পুরোলা এলাকার ৪০টি গ্রামে পৌঁছয়নি গ্রিড নির্ভর বিদ্যুৎ। নেই ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দা উপেন্দ্র চৌহান বলেন, "আমরা কোনও সুযোগ সুবিধা পাই না। সরকারের কাজে হতাশ। কোনও মন্ত্রী বা বিধায়ক এলাকা পরিদর্শনে আসেন না। যদিও আসেন তাহলে গেস্ট হাউজ়ে থাকেন। আমাদের সমস্যা বলতে পারি না। আমরা নির্বাচন বয়কট করতে চলেছি।"

অপর এক গ্রামবাসীর অভিযোগ, ন্যূনতম চিকিৎসা পরিষেবা নেই। চিকিৎসার জন্য গ্রামবাসীদের যেতে হয় হিমাচলপ্রদেশে। তাই এবার নির্বাচন বয়কট করতে চলেছেন গ্রামবাসীরা।

১১ এপ্রিল উত্তরকাশীতে নির্বাচন। ধীরে ধীরে গ্রামগুলিতে প্রচারে আসবেন বিভিন্ন দলের প্রার্থীরা। দেবেন হাজারো প্রতিশ্রুতি। কিন্তু গ্রামবাসীরা তাঁদের নির্বাচন বয়কটের লক্ষ্যে অটল।

ABOUT THE AUTHOR

...view details