পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোয়ায় এবার প্রকাশ্যে মাদক সেবন ও রান্নায় রাশ টানতে চলেছে রাজ্য সরকার - Ajgaonkar

গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে এবং এর ঐতিহ্যকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন । নতুন গোয়া টুরিজ়ম বোর্ডের গঠন করা হয়েছে ।

Goa tourism
Goa state tourism department to ban drug consume and cooking at public places

By

Published : Oct 14, 2020, 9:54 PM IST

পানাজি, 14 অক্টোবর : গোয়ায় প্রকাশ্যে মাদক সেবন ও রান্না করায় ইতি টানতে চলেছে রাজ্য সরকার । আজ মন্ত্রিসভার বৈঠকে গোয়ার পরিবহণ মন্ত্রী মনোহর অজগাঁঁওকর জানান, “এর ফলে গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে । সারা বিশ্বে গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ।”

বর্তমানে গোয়ার সমুদ্র সৈকতগুলির উপর পর্যটনের বেশিরভাগ নির্ভর করছে । কিন্তু এর বাইরেও গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও তার ঐতিহ্য তুলে ধরতে চাইছে রাজ্য সরকার । তার জন্য প্রকাশ্যে মাদক সেবন ও রান্না বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অজগাঁওর আরও বলেন, “আমরা ভালো পর্যটক চাই । আমরা এমন কোনও পর্যটকদের চাই না যারা মাদক সেবন করেন । কারণ এই বিষয়গুলো গোয়ার পর্যটনের বদনাম করছে ।” গোয়ায় যারা কম খরচে ঘুরতে চান, তাঁঁরা বড় বড় গাড়িতে ঘুরে বেড়ান এবং ক্যাম্পে থাকেন । পাশাপাশি তাঁঁরা ফুটপাত বা প্রকাশ্য স্থানে রান্না করে খাওয়া-দাওয়া করেন । এর বিরুদ্ধে গোয়া বিধানসভায় গত কয়েক বছরে বিধায়করা সরব হয়েছেন ।

নতুন পর্যটন পলিসিতে গোয়া ট্যুরিজ়ম বোর্ড তৈরি হয়েছে । পর্যটন ক্ষেত্রে এই বোর্ড বিভিন্ন ছোট বড় লক্ষ্য নির্ধারণ করে কাজ করবে । সারা বিশ্ব থেকে গোয়ার সমুদ্র সৈকতে বহু পর্যটক আসেন । গত বছর প্রায় আট মিলিয়ন পর্যটক গোয়ায় এসেছিলেন । যদিও কোরোনা ভাইরাসের কারণে গোয়ার পর্যটন শিল্পে অনেক ক্ষতি হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details