দিল্লি, 19 এপ্রিল : আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । গতকাল কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছিল এয়ার ইন্ডিয়া ৷ যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় । তারপরই আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়, বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্তের আগে বিমান সংস্থাগুলি যেন বুকিং শুরু না করে । এদিকে ভিস্তারা ও এয়ার এশিয়া ইন্ডিয়া বিমান সংস্থার দাবি এবিষয়ে এখনও পর্যন্ত কোনও নোটিশ পায়নি তারা ।
কোরোনার জেরে অন্তর্দেশীয় সমস্ত বিমান পরিষেবা 3 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল । পাশাপাশি 31 মে পর্যন্ত বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবাও । বাতিল করা হয় সমস্ত বুকিং ৷ গতকাল জানা যায়, এয়ার ইন্ডিয়া কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছে । 4 মে থেকে অন্তর্দেশীয় ও 1 জুন থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য এই বুকিং শুরু হয়েছিল ৷ কিন্তু এবিষয়ে সরকারের নির্দিষ্ট কোনও ঘোষণা না থাকায় তৈরি হয় বিভ্রান্তি । এরপর আজ বিমান পরিষেবা চালুর বিষয়টি নিয়ে স্পষ্ট করে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । জানানো হল, এখনই আন্তর্জাতিক বা অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তাই 3 মে পরই যেন তড়িঘড়ি বুকিং না শুরু করে দেন বিমান সংস্থাগুলি । কারণ, দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে 3 মে'র পরই যে সমস্ত পরিষেবা চালু করে দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি ।