দিল্লি , 15 সেপ্টেম্বর : পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে ৷ সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না ৷ গতকাল লোকসভার বাদল অধিবেশন চলাকালীন লকডাউনে ঘরে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয় ৷ কেন্দ্র সরকারের এই প্রতিক্রিয়ায় বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে ৷
অধিবেশনে প্রথমে লকডাউন পরিস্থিতিতে কতজন পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরে এসেছেন, সেই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক স্বীকার করে যে, 1 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন কোণ থেকে নিজের রাজ্যে ফিরে এসেছেন ৷ পাশাপাশি, নিজের রাজ্যে ফেরার সময় কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বা এইসব শ্রমিকদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় ৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার লিখিত প্রতিক্রিয়ায় জানান, "এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি ৷ সুতরাং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷ "