দিল্লি, 15 মার্চ : কোরোনা মোকাবিলায় ইতিমধ্যে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার কোরোনা আটকাতে বাতানুকূল কামরায় পরদা ও কম্বল দেওয়া বন্ধ করল মধ্য ও পশ্চিম রেলওয়ে ৷ ভারতীয় রেলের তরফে গতকালই এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে ৷
ভারতীয় রেলের তরফে বলা হয়েছে, বিছানার চাদর, টাওয়াল, বালিশের কভার রোজদিন পরিষ্কার হলেও রেলের ওই পরদা ও কম্বলগুলি নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না ৷ এই কারণেই এই সংকটকালীন পরিস্থিতিতে ওইগুলি দেওয়া বন্ধ করা হয়েছে ৷ কোরোনার মোকাবিলায় তাই আগামী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ৷