কোয়েম্বাটোর, 18 জুলাই : তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পেরিয়ারের মূর্তির প্রতি অসম্মানজনক আচরণের নিন্দা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গতকাল প্রয়াত সমাজকর্মী পেরিয়ার ই ভি রামাসেমির মূর্তির অবমাননা করে ৷
বিষয়টি নিয়ে টুইট করেন রাহুল গান্ধি ৷ লেখেন, "কোনওরকম ঘৃণা কখনও কোনও দৈত্যকে কলুষিত করতে পারে না ৷" পেরিয়ার একজন ভারতীয় সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন ৷ তিনি আত্মসম্মান আন্দোলন করেছিলেন ৷ এছাড়া তিনি দ্রাবিড় কাজ়াগামের শুরু করেন ৷ তিনি দ্রাবিড় আন্দোলনের পিতা হিসেবে পরিচিত ৷
অভিযোগ, গতকাল পেরিয়ারের মূর্তির উপর গেরুয়া রং ছোড়া হয়েছিল ৷ স্থানীয়রা ও দ্রাবিড় ভাববাদীর সমর্থকরা এবং সমাজকর্মী পেরিয়ারের সমর্থকরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেন ৷ পাশাপাশি তাঁরা ঘটনার প্রতিবাদও জানান ৷