লখনউ, ১২ মার্চ : কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট করবে না তাঁর দল বহুজন সমাজ পার্টি (BSP)। আজ এই কথা জানিয়ে দিলেন BSP নেত্রী মায়াবতী। আজ সকালে দলেরর গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিবৃতি দিয়ে এই কথা জানান তিনি। বিবৃতিতে বলা হয়, "বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কোনও অবস্থাতেই কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটগঠন করার পথে যাবে না বহুজন সমাজ পার্টি।"
বিবৃতিতে আরও জানানো হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার উপর নির্ভর করেই গড়ে উঠেছে SP-BSP জোট। একমাত্র এই জোই সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যাবে। এই জোটই BJP-কে হারানোর ক্ষমতা রাখে।