পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট নয়: মায়াবতী - akhilesh

কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট করবে না তাঁর দল বহুজন সমাজ পার্টি (BSP)। আজ এই কথা জানিয়ে দিলেন BSP নেত্রী মায়াবতী। আজ সকালে দলেরর গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিবৃতি দিয়ে এই কথা জানান তিনি।

মায়াবতী

By

Published : Mar 12, 2019, 9:26 PM IST

লখনউ, ১২ মার্চ : কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যেই জোট করবে না তাঁর দল বহুজন সমাজ পার্টি (BSP)। আজ এই কথা জানিয়ে দিলেন BSP নেত্রী মায়াবতী। আজ সকালে দলেরর গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিবৃতি দিয়ে এই কথা জানান তিনি। বিবৃতিতে বলা হয়, "বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কোনও অবস্থাতেই কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটগঠন করার পথে যাবে না বহুজন সমাজ পার্টি।"

বিবৃতিতে আরও জানানো হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার উপর নির্ভর করেই গড়ে উঠেছে SP-BSP জোট। একমাত্র এই জোই সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যাবে। এই জোটই BJP-কে হারানোর ক্ষমতা রাখে।

প্রসঙ্গত, জানুয়ারিতে অখিলেশ যাদবের সঙ্গে জোট করার পর মায়াবতী বলেছিলেন, এর আগেও কংগ্রেসের সঙ্গে জোট করেছি। কিন্তু, তাতে বহুজন সমাজ পার্টির কোনও লাভই হয়নি।

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে হারাতে দীর্ঘ দিনের শত্রুতা ভুলে জোট গড়েছে বহুজন সমাজ পার্টির ও সমাজবাদী পার্টি। দুটি দল লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৩৮টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রায়বরেলি ও আমেথিতে কোনও প্রার্থী দেবে না বলে জানিয়েছে দুই দলই। তবে মায়াবতীর বিবৃতির পর অখিলেশ কংগ্রেস নিয়ে মুখ খোলেননি। উল্লেখ্য ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে ভরাডুবি হয় অখিলেশের দলের।

ABOUT THE AUTHOR

...view details