পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শক্তি হারিয়ে পুদুচেরির উপকূলে আছড়ে পড়ল নিভার - ঘূর্ণিঝড় নিভার

বুধবারই তামিলনাড়ুর মহাবলীপুরমে ঘূর্ণিঝড়ের স্থলভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয় ৷ ঝোড়ো হাওয়া ও অতিভারী বৃষ্টিপাত শুরু হয় পুদুচেরিতে ৷

ঘূর্ণিঝড় নিভার
ঘূর্ণিঝড় নিভার

By

Published : Nov 26, 2020, 7:06 AM IST

দিল্লি, 26 নভেম্বর : অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পুদুচেরির উপকূলে আছড়ে পড়ল নিভার ৷ দিল্লির মৌসম ভবনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ IMD টুইট করে জানায়, ‘‘অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিভার ৷ বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল স্থলভূমির উপর ৷ 25 তারিখ রাত 11টা 30 মিনিট থেকে 26 নভেম্বর রাত 2টো 30 মিনিটের মধ্যে পুদুচেরির উপকূল এলাকা অতিক্রম করেছে নিভার ৷’’

বুধবারই তামিলনাড়ুর মহাবলীপুরমে ঘূর্ণিঝড়ের স্থলভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয় ৷ ঝোড়ো হাওয়া ও অতিভারী বৃষ্টিপাত শুরু হয় পুদুচেরিতে ৷

প্রতিশ্রুতিমতো সরকার তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুদুচেরিতে প্রায় 1 হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে ৷

গতকাল থেকেই ভারতীয় নৌ-বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত করে রাখা হয়েছে ৷ ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর একটি জাহাজকে বিপর্যয় মোকাবিলার সামগ্রী সহ চেন্নাইয়ের উপকূল এলাকায় মোতায়েন রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details