দিল্লি, 26 নভেম্বর : অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পুদুচেরির উপকূলে আছড়ে পড়ল নিভার ৷ দিল্লির মৌসম ভবনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ IMD টুইট করে জানায়, ‘‘অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিভার ৷ বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল স্থলভূমির উপর ৷ 25 তারিখ রাত 11টা 30 মিনিট থেকে 26 নভেম্বর রাত 2টো 30 মিনিটের মধ্যে পুদুচেরির উপকূল এলাকা অতিক্রম করেছে নিভার ৷’’
বুধবারই তামিলনাড়ুর মহাবলীপুরমে ঘূর্ণিঝড়ের স্থলভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয় ৷ ঝোড়ো হাওয়া ও অতিভারী বৃষ্টিপাত শুরু হয় পুদুচেরিতে ৷