পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ শপথ নীতীশের, থাকবেন শাহ ও নাড্ডা - BJP বিধায়ক তারকিশোর প্রসাদ

বিকেল চারটেয় শপথগ্রহণ অনুষ্ঠান হবে । সুশীল মোদির বদলে উপ মুখ্যমন্ত্রী হতে পারেন কাটিহারের BJP বিধায়ক তারকিশোর প্রসাদ ।

Nitish Kumar Will Take Oath Today
Nitish Kumar Will Take Oath Today

By

Published : Nov 16, 2020, 9:28 AM IST

Updated : Nov 16, 2020, 11:06 AM IST

পটনা, 16 নভেম্বর : চতুর্থবার পূর্ণ মেয়াদের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার । শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ ও জে পি নাড্ডা । গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরই নাম ঘোষণা করেছে NDA ।

এরপরই গতকাল সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তারা । তবে সুশীল মোদি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন না বলে সূত্রের খবর । তার বদলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে । উপমুখ্যমন্ত্রী হতে পারেন কাটিহারের BJP বিধায়ক তারকিশোর প্রসাদ । আবার জোট শরিক জিতন রাম মাঝি ও মুকেশ সাহানির দলও নাকি উপমুখ্যমন্ত্রী পদের দাবি করেছে ।

গতকালের বৈঠক শেষে নীতীশ কুমার বলেন, "রাজ্যপালকে NDA-র সিদ্ধান্ত জানানো হয়েছে । বিধায়কদের সমর্থন সম্বলিত চিঠিও দেওয়া হয়েছে তাঁকে । কে কে শপথ নেবেন তা আমরা আলোচনা করে ঠিক করব ।" আজ বিকেল চারটেয় শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি । তিনি বলেন, "আরও উন্নয়নের জন্য বিহারবাসী এই সুযোগ দিয়েছেন । তাতে যেন কোনও খামতি না থাকে ।"

বিহারে 243টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগারের থেকে মাত্র তিনটি আসন বেশি পেয়েছে NDA জোট । JD(U)-র তুলনায় BJP বেশি আসন পেলেও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়ে দেয় তারা ।

Last Updated : Nov 16, 2020, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details