পটনা, 16 নভেম্বর : চতুর্থবার পূর্ণ মেয়াদের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার । শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ ও জে পি নাড্ডা । গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরই নাম ঘোষণা করেছে NDA ।
এরপরই গতকাল সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তারা । তবে সুশীল মোদি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন না বলে সূত্রের খবর । তার বদলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে । উপমুখ্যমন্ত্রী হতে পারেন কাটিহারের BJP বিধায়ক তারকিশোর প্রসাদ । আবার জোট শরিক জিতন রাম মাঝি ও মুকেশ সাহানির দলও নাকি উপমুখ্যমন্ত্রী পদের দাবি করেছে ।