দিল্লি, 14 মে : বিশ্বজুড়ে কোরোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর অ্যামেরিকার মতো একাধিক দেশ চিনকে দায়ি করেছে । তাদের দাবি, ইউহানের ল্যাবেই তৈরি হচ্ছিল এই ভয়াবহ ভাইরাস । আর সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে । এবার এই তালিকায় নাম জুড়ল ভারতেরও । গতকাল একটি সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি বলেন, "কোরোনা কোনও প্রাকৃতিক ভাইরাস নয় । এটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে ।"
বিশ্বে প্রায় 2.5 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে কোরোনার প্রকোপে । এখনও সেই প্রকোপ জারি আছে । ভারতে কোরোনা সংক্রমণ রোধে লকডাউনের চতুর্থ দফা আনছে সরকার । কিন্তু তারপরও কি কোরোনা ভাইরাসকে প্রতিহত করা সম্ভব ? এই প্রশ্নের উত্তরও নীতিন গড়করির গতকালের সাক্ষাৎকারে পাওয়া গেছে । তিনি বলেন, "কোরোনার সঙ্গে জীবনযাপন করার শিল্পটা আমাদের বুঝতে হবে । কারণ এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয় । কৃত্রিম ভাইরাস । বিশ্বের একাধিক দেশ এই ভাইরাসের প্রতিষেধক টীকা আবিষ্কারের জন্য গবেষণা করছে ।"