গান্ধিনগর, 19 জানুয়ারি : উপত্যকায় নেট পরিষেবা বন্ধ রাখার পক্ষে দিলেন নীতি আয়োগ সদস্য ভি কে সারস্বত ৷ কাশ্মীরে নেট পরিষেবা বন্ধ রাখার পিছনে জানালেন নিজস্ব যুক্তিও ৷ তাঁর বক্তব্য, সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি ৷ কারণ খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই সেখানে ৷ যদিও পরে তিনি বলেন, আর্থিক ক্ষতির কথা বলতে চেয়েছেন তিনি ৷
গতকাল গান্ধিনগরে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভি কে সারস্বত এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কাশ্মীরে নেট বন্ধ রয়েছে ৷ কিন্তু গুজরাতে তো নেট পরিষেবা চালু রয়েছে ৷ কাশ্মীরে নেট বন্ধ করার পিছনে অন্য কারণ রয়েছে ৷ কাশ্মীরে নেট চালু থাকলে তার অপব্যবহার করা হবে ৷ এর ফলে দেশের শান্তিশৃঙ্খলার উপর প্রভাব পড়বে ৷ " পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উদ্দেশে বলেন, " যে সব রাজনৈতিক নেতারা ওখানে যেতে চাইছেন তাঁরা কেন যেতে চাইছেন ? তাঁরা চাইছেন দিল্লির মত কাশ্মীরেও রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ শুরু করুক ৷ সোশাল মিডিয়া আগুন জ্বালানোর কাজ করে ৷ ওখানে (কাশ্মীরে ) ইন্টারনেট পরিষেবা না থাকলে কী ক্ষতি হবে ? আর ওখানে নেট পরিষেবা থেকেই বা কি লাভ ? খারাপ সিনেমা দেখা ছাড়া তো কিছুই হবে না ৷ "