পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''কাশ্মীরে নেট ? খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই'', মন্তব্য নীতি আয়োগ সদস্যের - জম্মু-কাশ্মীরে নেট পরিষেবা বন্ধ

ভি কে সারস্বত বলেন, "কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা না থাকলে কী সমস্যা হবে ? ইন্টারনেটে তাঁরা কী দেখেন ? খারাপ সিনেমা দেখা ছাড়া তো কিছুই করেন না ৷ "

NITI Aayog member V K Saraswat
ভি কে সারস্বত

By

Published : Jan 19, 2020, 2:26 PM IST

গান্ধিনগর, 19 জানুয়ারি : উপত্যকায় নেট পরিষেবা বন্ধ রাখার পক্ষে দিলেন নীতি আয়োগ সদস্য ভি কে সারস্বত ৷ কাশ্মীরে নেট পরিষেবা বন্ধ রাখার পিছনে জানালেন নিজস্ব যুক্তিও ৷ তাঁর বক্তব্য, সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি ৷ কারণ খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই সেখানে ৷ যদিও পরে তিনি বলেন, আর্থিক ক্ষতির কথা বলতে চেয়েছেন তিনি ৷

গতকাল গান্ধিনগরে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভি কে সারস্বত এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কাশ্মীরে নেট বন্ধ রয়েছে ৷ কিন্তু গুজরাতে তো নেট পরিষেবা চালু রয়েছে ৷ কাশ্মীরে নেট বন্ধ করার পিছনে অন্য কারণ রয়েছে ৷ কাশ্মীরে নেট চালু থাকলে তার অপব্যবহার করা হবে ৷ এর ফলে দেশের শান্তিশৃঙ্খলার উপর প্রভাব পড়বে ৷ " পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উদ্দেশে বলেন, " যে সব রাজনৈতিক নেতারা ওখানে যেতে চাইছেন তাঁরা কেন যেতে চাইছেন ? তাঁরা চাইছেন দিল্লির মত কাশ্মীরেও রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ শুরু করুক ৷ সোশাল মিডিয়া আগুন জ্বালানোর কাজ করে ৷ ওখানে (কাশ্মীরে ) ইন্টারনেট পরিষেবা না থাকলে কী ক্ষতি হবে ? আর ওখানে নেট পরিষেবা থেকেই বা কি লাভ ? খারাপ সিনেমা দেখা ছাড়া তো কিছুই হবে না ৷ "

সারস্বতের কথা, অশান্তি তৈরি করতে সোশাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু তাতে কোনও লাভ হবে না ৷

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে গত বছরের 5 অগাস্ট ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের । সেসময় রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রমনিয়াম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই 17 অগাস্ট মোট 100টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে 17টি চালু করা হয় । চালু হয় প্রায় 50 হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয় টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা । তবে পরিস্থিতি খতিয়ে দেখে 18 অগাস্ট ফের বন্ধ হয় 2G মোবাইল পরিষেবা । প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় ।

প্রিপেইড গ্রাহকদের জন্য উপত্যকায় ফিরেছে ভয়েস কল ও SMS । চালু হয়েছে ব্রডব্যান্ড পরিষেবাও ৷ এমনই জানিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার ।

ABOUT THE AUTHOR

...view details