পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোষ দৌড়ে শ্রীনিবাসকেও টেক্কা - শ্রীনিবাস

কম সময়ে দৌড়ানোয় বোল্টের সঙ্গে তুলনা শুরু হয়েছিল কর্নাটকের শ্রীনিবাসের । এবার তাঁরও রেকর্ড ভেঙে দিলেন নিশান্ত নামে এক যুবক ।

Nishant Shetty
মোষ দৌড়ে নিশান্ত

By

Published : Feb 18, 2020, 2:35 PM IST

ম্যাঙ্গালোর, 18 ফেব্রুয়ারি : মোষ দৌড়ে রেকর্ড গড়েছিলেন শ্রীনিবাস গৌড়া ৷ মাত্র 13.62 মিনিটে 142.5 মিটার দৌড়েছিলেন তিনি ৷ সেজন্য তাঁর সঙ্গে তুলনা শুরু হয় বিশ্বের দ্রুততম রানার উইসেন বোল্টের ৷ মোষ দৌড়ে এবার সেই শ্রীনিবাসের রেকর্ডও ভেঙে দিলেন এক যুবক । তাঁর নাম নিশান্ত শেট্টি ৷

সম্প্রতি ম্যাঙ্গালোরে একটি মোষ দৌড় প্রতিযোগিতায় মাত্র 13.62 মিনিটে 142.5 মিটার দৌড়ে রেকর্ড গড়েন শ্রীনিবাস গৌড়া । তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই প্রচারের আলোয় আসেন । শুরু হয় তাঁর সঙ্গে বোল্টের তুলনা । প্রসঙ্গত, মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড়ানোর রেকর্ড রয়েছে বোল্টের ।

নিশান্ত শেট্টি

এবার এই মোষ দৌড়়ে শ্রীনিবাসকে টেক্কা দিলেন উড়ুপির এক যুবক । নাম নিশান্ত শেট্টি । ভেনুরুর একটি মোষ দৌড়ে মাত্র 13.61 মিনিটে 143 মিটার দৌড়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details