দিল্লি, 26 মার্চ: কোরোনার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে ৷ ইতিমধ্যেই বহু মানুষের খাদ্য ও অর্থসংকটের ঘটনা সামনে এসেছে ৷ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও কোরোনার প্রভাবে যাদের কাজ চলে গিয়েছে, তাদের জন্য 1 লাখ 70 হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ৷
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ স্কিমের দৌলতে গরিব, ভিনরাজ্যের কর্মী ও যাদের সাহায্যের প্রয়োজন, তাঁদের সবার উপকার হবে ৷ সরকার কাউকে অভুক্ত রাখবে না ৷’’
যারা এই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করছেন, সেই সকল চিকিৎসক ও তাঁদের সহায়কদের প্রত্যেকের জন্য 50 লাখ টাকার বিমা করানো হবে বলেও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ নির্মলা বলেন, ‘‘আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তিদের তিনমাসের জন্য বিনামূল্যে পাঁচ কেজি চাল ও আটা দেওয়া হবে ৷ যারা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়েন, তাঁদের অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে তিনমাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৷’’