পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাত বছরে কোন পথে এগোল নির্ভয়াকাণ্ড

নির্ভয়া কাণ্ডের 7 বছর পর দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হল আজ । 22 জানুয়ারি সকাল 7 টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে আজ রায় দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ।

Nirbhaya
নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা

By

Published : Jan 7, 2020, 7:08 PM IST

Updated : Jan 7, 2020, 9:15 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : 2012-র 16 ডিসেম্বর একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । নৃশংসভাবে গণধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় নির্ভয়াকে । 13 দিন পর তাঁর মৃত্যু হয় । সেই ঘটনার 7 বছর পর দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হল আজ । 22 জানুয়ারি সকাল 7 টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে আজ রায় দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট । একনজরে কোন পথে এগোল নির্ভয়া গণধর্ষণের বিচার ।

দিল্লিতে যুবতিকে গণধর্ষণ ও খুন ।

2012
16 ডিসেম্বর :নৃশংসভাবে গণধর্ষণ করা হয় নির্ভয়াকে । ঘটনায় ছয়জনের নাম উঠে আসে । রাম সিং, তার ভাই মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও এক নাবালক ।

২৯ ডিসেম্বর : সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার ।

2013
3 জানুয়ারি : অপহরণ, ডাকাতি, গণধর্ষণ, খুন ও খুনের চেষ্টার অভিযোগে দিল্লি পুলিশ পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ।

28 জানুয়ারি : জুভিনাইল জাস্টিস বোর্ড ষষ্ঠ অভিযুক্তকে নাবালক বলে ঘোষণা করে ।

2 ফেব্রুয়ারি : খুন সহ 13 টি অপরাধে পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ।

11 মার্চ : নির্ভয়া গণধর্ষণের মূল অভিযুক্ত রাম সিংকে ঝুলন্ত অবস্থায় তিহার জেলে পাওয়া যায় ।

ধর্ষণ আইনে সংশোধন ।

21 মার্চ : দেশে ধর্ষণ আইনে সংশোধন আনা হয় । সংশোধিত আইনে দোষীদের কড়া শাস্তির কথা বলা হয় । ধর্ষণের মতো অপরাধ দ্বিতীয়বার করলে ফাঁসির সাজা হতে পারে ।

31 অগাস্ট : জুভিনাইল জাস্টিস বোর্ড নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত নাবালককে গণধর্ষণ ও খুনের জন্য দোষী সাব্যস্ত করে তিন বছরের জন্য হোমে থাকার নির্দেশ দেয় ।

10 সেপ্টেম্বর : ফাস্ট ট্র্যাক কোর্ট নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত মুকেশ, বিনয়, অক্ষয় ও পবনকে যুবতিকে গণধর্ষণ, অস্বাভাবিক অপরাধ ও খুন এবং যুবতির পুরুষ বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ দোষী ঘোষণা করে ।

13 সেপ্টেম্বর : চার দোষীকে ফাঁসির সাজা দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট । ট্রায়াল কোর্ট ফাঁসির সাজা নিশ্চিত করতে মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠায় ।

1 নভেম্বর : দিল্লি হাইকোর্ট ফাঁসির সাজার মামলার শুনানি শুরু করে ।

দোষীদের ফাঁসির সাজা ঘোষণা

2014
13 মার্চ : দিল্লি হাইকোর্ট দোষীদের ফাঁসির সাজা বহাল রাখে ।

2015
20 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত নাবালকের মুক্তির স্থগিতাদেশকে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট ।

2016
3 এপ্রিল : সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়

পুনর্বিবেচনার আবেদন খারিজ সুপ্রিমকোর্টের ।

2017
27 মার্চ :প্রায় একবছর মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট ।

5 মে : নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং-এর মৃত্যুদণ্ড বহাল রাখে ।

2018
9 জুলাই :নির্ভয়াকাণ্ডের তিন অভিযুক্ত পবন, মুকেশ ও বিনয়ের মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় ।

13 ডিসেম্বর :দোষীদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য পাতিয়ালা হাউজ় কোর্টে যান নির্ভয়ার বাবা-মা ।

2019
29 অক্টোবর :
নির্ভয়ার ধর্ষণ ও খুনে দোষীদের প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য সাত দিনের সময় দেয় তিহার জেল কর্তৃপক্ষ । অন্যথায় ফাঁসির সাজা কার্যকর করার অনুমতির জন্য তিহার জেল কর্তৃপক্ষ আদালতে যাবে ।

8 নভেম্বর : দোষী বিনয় শর্মা দিল্লি সরকারের কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় ।

29 নভেম্বর : দিল্লির সরকারের স্বরাষ্ট্র দপ্তর বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখান করে দেয় এবং তা মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেয় ।

30 নভেম্বর : মুখ্যসচিবও বিনয়ের প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখান করে এবং তা স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছে পাঠিয়ে দেন ।

1 ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রীও প্রত্যাখান করেন প্রাণভিক্ষার আর্জি । এবং তা লেফটেনন্ট গভর্নরের অফিসে পাঠিয়ে দেওয়া হয় ।

2 ডিসেম্বর : লেফটেনন্ট গভর্নর বিনয়ের প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখ্যান করে দিল্লি সরকারের সিদ্ধান্তে মঞ্জুরি দেয় ।

6 ডিসেম্বর : বিনয়ের প্রাণভিক্ষার আবেদন পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে ।

10 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী অক্ষয় ঠাকুর রায়ের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় ।

17 ডিসেম্বর : প্রধান বিচারপতি অক্ষয়ের পুনর্বিবেচনার আবেদন শুনতে অস্বীকার করেন ।

18 ডিসেম্বর : সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় ।

নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা

2020
7 জানুয়ারি :
নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসির সাজা ঘোষণা দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের ।

Last Updated : Jan 7, 2020, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details