দিল্লি, 5 মার্চ: নতুন করে ফাঁসির দিন ঘোষণা হল নির্ভয়ার দোষীদের । 20 মার্চ ভোর সাড়ে 5টায় ফাঁসি দেওয়া হবে তাদের । দিল্লি আদালতের নির্দেশ অনুযায়ী শেষ ফাঁসির তারিখ ছিল 3 মার্চ ।
20 মার্চ ফাঁসি নির্ভয়ার দোষীদের
14:34 March 05
এর আগে একাধিকবার নির্ভয়ার দোষীদের ফাঁসির তারিখ পিছিয়েছে । আজ নতুন করে 20 মার্চ ধার্য হল ফাঁসির দিন ।
মঙ্গলবার (3 মার্চ) ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়ার চার দোষীর । এর আগে সোমবার নির্ভয়ার চার দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের ফাঁসির সাজা রদের আবেদন খারিজ করে দেয় দিল্লি আদালত । কিন্তু পবনের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতির কাছে আটকে থাকায় আইনি বিকল্পও বেঁচে ছিল দোষীদের কাছে । তার জেরে পিছিয়ে যায় ফাঁসির তারিখ । কিন্তু গতকাল পবনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । হিসেব মতো দু'সপ্তাহ পর 20 মার্চকেই ফাঁসির দিন হিসেবে ধার্য করা হয় । এ এনিয়ে পাঁচবার ।
2013 সালে 13 সেপ্টেম্বর প্রথমবার দোষীদের ফাঁসির সাজা দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট । তারপর এবছরের 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হয় । তা আবার পিছিয়ে 1 ফেব্রুয়ারি করা হয় । শেষ ফাঁসির তারিখ ধার্য হয়েছিল 3 মার্চ । গতকাল পবনের প্রাণভিক্ষার আর্জি খারিজ হওয়ার পর আজ আবার নতুন করে ফাঁসির দিন ধার্য করল দিল্লি আদালত ।
2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয় । প্রথমে 2013 সালে দোষীদের ফাঁসির সাজা শোনায় ফাস্ট ট্র্যাক কোর্ট । তারপর একের পর এক শুনানিতে কেটে যায় সাত বছর । শেষমেশ এবছর 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হয় । কিন্তু সেই তারিখও কখনও প্রাণভিক্ষার আর্জি, কখনও নাবালকত্বের প্রমাণ, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিক পিটিশনের জেরে বারবার পিছিয়ে যায় । আজ আবার নতুন করে ফাঁসি দেওয়ার দিন ঘোষণা হল ।