দিল্লি, 24 জানুয়ারি: নির্ভয়া অপরাধীরা ফের আদালতের দ্বারস্থ ৷ এবার তাদের অভিযোগ তিহাড় কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ নির্ভয়া ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত বিনয় কুমার, পবন গুপ্তা এবং অক্ষয় সিংয়ের আইনজীবী এপি সিং আজ পাতিয়ালা হাউস কোর্টে যান ৷ আদালতকে তিনি জানান, তিহাড় কর্তৃপক্ষ এখনও কিছু নথি তাদের হাতে তুলে দেয়নি ৷ ওই নথিগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ৷ সেগুলি বিনয়, পবন এবং অক্ষয়ের কিউরিটিভ পিটিশন এবং প্রাণভিক্ষার আর্জি জানাতে প্রয়োজন ছিল ৷
উল্লেখ্য, 20 জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অন্যতম অপরাধী পবন কুমার৷ স্পেশাল লিভ পিটিশনের আবেদন করেছিলেন তার আইনজীবী৷
আবেদনে জানানো হয়, 2012 সালে ধর্ষণের ঘটনার সময় পবন নাবালক ছিল ৷ তার সেই আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীরা অনির্দিষ্টকাল তাদের সাজাকে চ্যালেঞ্জ জানাতে পারে না, বৃহস্পতিবার একথা জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি এস এ বোবদে ৷ এরপরও ফের তিহাড় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাল তারা ৷