পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংশোধনাগারে নিজেকে জখম করার চেষ্টা নির্ভয়ার দোষী বিনয়ের - নির্ভয়া মামলার রায়

প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিনয় শর্মা । দিন কয়েক আগেই তা খারিজ করে দেয় শীর্ষ আদালত । আজ সংশোধনাগারের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করার চেষ্টা করল বিনয় ।

ছবি
ছবি

By

Published : Feb 20, 2020, 10:56 AM IST

Updated : Feb 20, 2020, 3:01 PM IST

দিল্লি, 20 ফেব্রুয়ারি : সংশোধনাগারের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করার চেষ্টা করল নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মা । 3 মার্চ ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার দোষীকে । তার সপ্তাহ দুয়েক আগে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কোথাও কি আবার সাজা বিলম্বিত করার চেষ্টা চলছে ? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

প্রায় সাত বছর পর শেষমেশ নির্ভয়া মামলার রায় দেয় আদালত । প্রথমে 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয় ৷ কিন্তু শেষ মুহূর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ কিন্তু আবার পিছিয়ে যায় ফাঁসির দিন । বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন নির্ভয়ার মা । রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল বিনয়ও । কিন্তু, তা খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেই খারিজকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় বিনয় । বিনয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, সংশোধনাগারে থাকাকালীন অত্যাচার হয়েছে বিনয়ের উপর । কিন্তু, প্রাণভিক্ষার আর্জি খারিজের সময় বিনয়ের মানসিক অবস্থার কথা বিবেচনা করেননি রাষ্ট্রপতি । শেষমেশ বিনয়ের আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত ।

আজ সকালেই সংশোধনাগারের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করার চেষ্টা করে বিনয় । এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নতুন কোনও পরিকল্পনা করছে বিনয় ? নিজেকে আঘাত করে ফাঁসির দিন আবার পিছিয়ে দেওয়ার পরিকল্পনায় নেই তো সে ? তাহলে কি আবার কোনও মামলা ? কয়েকদিন আগেই বিনয়ের আবেদন খারিজ করার সময় শীর্ষ আদালত জানিয়েছিল, বিনয় মানসিকভাবে সুস্থ এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল । এবার কি তবে শারীরিকভাবে নিজেকে জখম করে নতুন ছক কষছে বিনয় ? আবার কি পিছিয়ে যাবে ফাঁসির দিন ? আপাতত 3 মার্চের অপেক্ষা।

বিনয়ের সুচিকিৎসার জন্য দিল্লি কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী এপি সিং । তাঁর আবেদন, তিহার কর্তৃপক্ষ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় । আবেদন পত্রে বলা হয়েছে, বিনয়ের মাথা ও ডান হাতে গুরুতর চোট রয়েছে । পাশাপাশি মানসিক রোগেও ভুগছে সে ।

Last Updated : Feb 20, 2020, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details