দিল্লি, 17 জানুয়ারি : স্পেশাল লিভ পিটিশনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী পবন কুমার ৷ পবনের দাবি, ধর্ষণের সময়ে সে নাবালক ছিল ৷ ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি কোর্ট ৷
নাবালকত্ব প্রমাণ করতে সুপ্রিম কোর্টে নির্ভয়াকাণ্ডে দোষী পবন - নির্ভয়া ধর্ষণের আসামি
ধর্ষণের সময়ে নাবালক ছিল সে ৷ এই দাবি নিয়েই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্ভয়া ধর্ষণে অন্যতম দোষী পবন কুমার ৷
ফাইল ছবি
এর আগে 19 ডিসেম্বর হাইকোর্ট জানিয়েছিল, ওই আসামির পক্ষের আইনজীবী আদালতের কাছে তার সম্পর্কে ভুল তথ্য পেশ করেছে৷ এবার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্ভয়া গণধর্ষণে দোষীসাব্যস্ত পবন কুমার ৷
এদিকে নির্ভয়ার অপরাধী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন আজই খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ৷ 22 জানুয়ারির পরিবর্তে 1 ফেব্রুয়ারি ভোর 6 টার সময় ফাঁসি দেওয়া হবে তাদের ৷