দিল্লি, 28 জানুয়ারি : তিহার জেলে তার যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করল নির্ভয়া মামলায় দোষী মুকেশ সিং । আজ সুপ্রিম কোর্টে মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ এই অভিযোগ করেছেন ।
রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি ফিরিয়ে দেওয়ার পর 1 ফেব্রুয়ারি সকাল 6 টায় নির্ভয়া মামলায় মুকেশ-সহ মোট চারজনের ফাঁসি হওয়ার কথা । এরপর আইনের বিভিন্ন ধারাকে কাজে লাগিয়ে ক্রমাগত ফাঁসির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে দোষীরা ।ইতিমধ্যে রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুকেশের আইনজীবী । আজ সেই মামলা চালাকালীন জেলে মুকেশের যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী । তাঁর আরও অভিযোগ, যৌন হেনস্থার পাশাপশি তাকে মারধরও করা হয় ।
এর আগে মুকেশের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন, "প্রাণভিক্ষার আবেদন পাঠানোর সময় রাষ্ট্রপতির কাছে মুকেশের মেডিকেল রিপোর্ট-সহ মামলা সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি পাঠানো হয়নি । রাষ্ট্রপতি সব প্রয়োজনীয় নথি না দেখেই তাড়াহুড়ো করে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন । এইভাবে একজনের জীবন নিয়ে খেলা করা হচ্ছে । বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত রাখা উচিত ।" এর জবাবে অঞ্জনা প্রকাশকে ভর্ৎসনা করে বিচারপতি অশোক ভুষণ বলেন, "আপনার কি মনে হয় রাষ্ট্রপতি নথিপত্র না দেখেই, বিচার-বুদ্ধি প্রয়োগ না করে এই সিদ্ধান্ত নিয়েছেন?"
যদিও তিহার জেলে মুকেশের উপর যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । পাশাপাশি মুকেশের শারীরিক অবস্থা ঠিক আছে বলে আদালতে জানিয়েছেন তিনি ।