পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্ভয়া মামলা: মুকেশের আবেদন খারিজের দিনেই ফের নতুন পিটিশন - Akshay Thukur curative petition

আজই রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই কিউরেটিভ পিটিশন জমা করল নির্ভয়ার অন্য এক দোষী অক্ষয় ঠাকুর ৷

Nirbhaya
ফাইল ছবি

By

Published : Jan 29, 2020, 1:00 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : ফের নতুন করে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ নির্ভয়ার অন্যতম দোষী অক্ষয় ঠাকুর এবার নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে ৷ এই নিয়ে তিনজন দোষী নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ জানালো সুপ্রিম কোর্টে ৷ একের পর এক পিটিশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ফাঁসির দিনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে আইনজীবীদের একাংশ ৷

সূত্রের খবর, ওই কিউরেটিভ পিটিশনের শুনানি আদালতের বিশেষ কক্ষে হবে ৷ সর্বসাধারণের প্রবেশেও উপরেও নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে ৷ অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হলে ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবে সে ৷ আজ সুপ্রিম কোর্টে নির্ভয়ার অন্য এক দোষী মুকেশের রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জেরও শুনানি ছিল ৷ সেই চ্যালেঞ্জও খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে

এর আগে দুই দোষীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ 1 ফেব্রুয়ারি মুকেশ ও অক্ষয়ের সঙ্গে ফাঁসি হওয়ার কথা আছে আরও দুই দোষী বিনয় ও পবনের ৷ নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details