দিল্লি, 29 জানুয়ারি : ফের নতুন করে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ নির্ভয়ার অন্যতম দোষী অক্ষয় ঠাকুর এবার নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে ৷ এই নিয়ে তিনজন দোষী নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ জানালো সুপ্রিম কোর্টে ৷ একের পর এক পিটিশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ফাঁসির দিনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে আইনজীবীদের একাংশ ৷
সূত্রের খবর, ওই কিউরেটিভ পিটিশনের শুনানি আদালতের বিশেষ কক্ষে হবে ৷ সর্বসাধারণের প্রবেশেও উপরেও নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে ৷ অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হলে ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবে সে ৷ আজ সুপ্রিম কোর্টে নির্ভয়ার অন্য এক দোষী মুকেশের রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জেরও শুনানি ছিল ৷ সেই চ্যালেঞ্জও খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷