দিল্লি, 5 ফেব্রুয়ারি : দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র ও দিল্লি সরকার । নির্ভয়ার চার অপরাধীকে আলাদাভাবে ফাঁসি দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল তারা । সেই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় ও দিল্লি সরকার ।
আজ নির্ভয়াকাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেয় দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে যা যা আইনত আবেদন করার করে নিতে হবে ৷ এই সাতদিনের পর আর সময় দেওয়া যাবে না । এরপর দোষীদের আইনগত কোনও পদক্ষেপ করার অধিকারও থাকবে না ৷ পাশাপাশি আদালত জানিয়েছে, সাতদিনের মধ্যে দোষীদের ফাঁসি দেওয়া প্রক্রিয়া শুরু হবে এবং চারজনকে একসঙ্গে ফাঁসি দিতে হবে ।