পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কালও হচ্ছে না নির্ভয়ার দোষীদের ফাঁসি - pawan kumar

image
ছবি

By

Published : Mar 2, 2020, 5:38 PM IST

Updated : Mar 2, 2020, 7:23 PM IST

17:33 March 02

আগামীকালও হচ্ছে না ফাঁসি । আবার পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন ।

দিল্লি, 2 মার্চ : আবার পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন। আজ নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর ও মুকেশ সিংয়ের ফাঁসির সাজা রদের আবেদন খারিজ করে দিল্লি আদালত। তার কিছুক্ষণ পরই আদালত জানিয়ে দেয়, দোষীদের মধ্যে একজনের প্রাণভিক্ষার আর্জি এখনও রাষ্ট্রপতির কাছে আটকে আছে । তাই এখনও তাদের কাছে আইনি বিকল্প বেঁচে আছে । সেজন্যই আগামীকাল ফাঁসি দেওয়া যাবে না  । 

এই নিয়ে চারবার। 2013 সালে 13 সেপ্টেম্বর দোষীদের ফাঁসির সাজা দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট। তারপর এবছরের 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হয়। তা আবার পিছিয়ে 1 ফেব্রুয়ারি করা হয়। পরে তাও পিছিয়ে যায় । 17 ফেব্রুয়ারি আদালত নতুন করে নির্দেশ দেয় 3 মার্চ অর্থাৎ আগামীকাল ফাঁসি দেওয়া হবে দোষীদের। কিন্তু আবার পিছিয়ে গেল ফাঁসির দিন ।  

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । 2013 সালে দোষীদের ফাঁসির সাজা শোনানো হয় ফাস্ট ট্র্যাক কোর্টে । তারপর উচ্চ আদালতে শুনানি চলতে থাকে ।  তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহাড় কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । এবছর 22 জানুয়ারি সকাল 7 টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে রায় দেয় দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । কিন্তু শেষ মুহূর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন । এরপর রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় । কিন্তু আবার পিছিয়ে যায় ফাঁসির দিন । নির্ভয়াকাণ্ডের অপর দোষী বিনয় শর্মা এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় । 14 ফেব্রুয়ারি বিনয়ের সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত । এরপর তিহাড় জেল কর্তৃপক্ষ আদালতকে জানায়, নির্ভয়াকাণ্ডের তিন দোষীর সমস্তরকম আইনি সুযোগ-সুবিধা খারিজ হয়ে গেছে । কারও আর কোনও আবেদন পড়ে নেই । এরই পরিপ্রেক্ষিতে অবশেষে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির নতুন দিন ঘোষণা করে দিল্লি আদালত । দিন ধার্য হয় 3 মার্চ । আজ দুপুরেই নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন গুপ্তার কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট । এরপর দিল্লি আদালতও দোষীদের ফাঁসির সাজা রদের আবেদন খারিজ করে দেয় । শেষমেশ আজ দিল্লি আদালত জানিয়ে দেয়, আগামীকাল ফাঁসি হচ্ছে না ।  

বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন নির্ভয়ার মা । 3 মার্চ ফাঁসির দিন শুনে তিনি বলেছিলেন, "আমি খুব খুশি নই । আমরা অনেক কষ্ট করেছি । তাই আমি সন্তুষ্ট যে, অবশেষে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে । আমি আশা করছি 3 মার্চ ফাঁসি কার্যকর হবে ।" কিন্তু আপাতত ফাঁসি হচ্ছে না নির্ভয়ার দোষীদের । আবার নতুন তারিখের অপেক্ষা । 

Last Updated : Mar 2, 2020, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details