নির্ভয়া: রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মুকেশ - নির্ভয়া মামলায় দোষী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আর্জি খারিজকে চ্যালেজ্ঞ
নির্ভয়া মামলায় চার দণ্ডিতের ফাঁসি পিছানো নিয়ে তাদের আইনজীবীরা যে চেষ্টা চালাবেন তা আগেই অনুমান করা যাচ্ছিল । চার দণ্ডিতের মধ্যে বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রায় সংশোধনীর আর্জি আগেই খারিজ করেছে শীর্ষ আদালত ।
দিল্লি, 26 জানুয়ারি : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েও মেলেনি । এবার সেই আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল নির্ভয়া কাণ্ডে সাজা প্রাপ্ত মুকেশ সিং । শনিবার তার আইনজীবী সুপ্রিম কোর্টে বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন জানিয়েছেন ।
নির্ভয়া মামলায় চার দণ্ডিতের ফাঁসি পিছানো নিয়ে তাদের আইনজীবীরা যে চেষ্টা চালাবেন তা আগেই অনুমান করা যাচ্ছিল । চার দণ্ডিতের মধ্যে বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রায় সংশোধনীর আর্জি আগেই খারিজ করেছে উচ্চ আদালত । মুকেশের প্রাণভিক্ষার আবেদনও রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন । ফাঁসির দিন 1 ফেব্রুয়ারি ধার্য হয়েছে । মুকেশের আইনজীবী এখন রাষ্ট্রপতির আর্জি খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন ।
এর আগে নির্ভয়া মামলার অন্য দুই দোষী পবন গুপ্ত এবং অক্ষয় ঠাকুর তাদের রায় সংশোধনের আর্জি জমা দিতে দেরি হওয়ার জন্য তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে । মামলা করার জন্য পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জমা দিয়েছে তারা । পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরের আইনজীবী এ পি সিং কোর্টে দাবি করেন, তাঁর মক্কেলরা সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানানোর পাশাপাশি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে আগ্রহী । কিন্তু তিহার জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি সময়মতো না দেওয়ার জন্য আবেদন করতে পারছে না । এই দাবি মিথ্যা বলে মন্তব্য করেছে তিহার জেল কর্তৃপক্ষ ।