পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাশবিকতা অব্যাহত ! কর্নাটকে নাবালিকার দেহ উদ্ধার, মুম্বইয়ে শিশুকন্যাকে ধর্ষণ - মুম্বইয়ে শিশুকন্যাকে ধর্ষণ

কর্নাটকের কালাবুরাগি জেলায় নয় বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ মুম্বইয়ের কুরলা এলাকায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ৷ এই ঘটনায় এই অভিযুক্তকে (34) গ্রেপ্তার করেছে পুলিশ ৷

rape minor
rape minor

By

Published : Dec 4, 2019, 11:51 AM IST

বেঙ্গালুরু , 4 ডিসেম্বর : কর্নাটকের কালাবুরাগি জেলায় নয় বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করল পুলিশ ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ পাশাপাশি মুম্বইয়ের কুরলা এলাকায় 6 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

সোমবার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল কর্নাটকের ওই নাবালিকা ৷ তারপর সে নিখোঁজ হয় ৷ সোমবার রাতে গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ ৷ এই ঘটনায় এই অভিযুক্তকে (34) গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সে পেশায় একজন দর্জি ৷ এক পুলিশ আধিকারিক বলেন , "মেয়েটিকে খাবারের লোভ দেখিয়ে অভিযুক্ত দূরে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ "

এই ঘটনার প্রতিবাদে কর্নাটকে স্কুলছাত্রীরা রাস্তায় অবস্থান বিক্ষোভ করে ৷ বন্ধ হয় গাড়ি চলাচল ৷ বহু মানুষ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে ৷ অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে তারা ৷ প্রতিবাদ বিক্ষোভের জেরে বন্ধ থাকে ওই এলাকার সমস্ত স্কুল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন হয় ৷

উল্লেখ্য, হায়দরাবাদে গত সপ্তাহে পশুচিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে দেশ ৷ বিভিন্ন জায়গায় অপরাধীদের মৃত্যুদণ্ড চেয়ে রাস্তায় নেমেছে বহু মানুষ ৷ কিন্তু বন্ধ হয়নি নৃশংসতা । গতকাল বিহারে এক যুবতির অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় মাঠ থেকে ৷ তাঁর কোমরের উপর থেকে দেহের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল ৷ আজ সকালে আবার বিহারের ওয়ারিসনগর এলাকা থেকে ফের এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

এদিকে, ধর্ষণের ঘটনায় দোষীদের 6 মাসের মধ্যে বিচার শেষ করে ফাঁসির দাবিতে দিল্লি কমিশন ফর উওমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল রাজঘাটে গতকাল থেকে অনশন শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details