পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অস্ত্রোপচারের পরও পেটে রয়ে গেল কাঁচি, NIMS-এ বিক্ষোভ - scissors

NIMS-এ ডাক্তারদের ভুলের জন্য় অস্ত্রোপচারের পর রোগীর পেটেই রয়ে গেল কাঁচি।

রোগীর এক্স-রে রিপোর্ট

By

Published : Feb 9, 2019, 1:32 PM IST

হায়দরাবাদ, ৯ ফেব্রুয়ারি : অস্ত্রোপচারের পর মহিলার পেটে কাঁচি রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসকরা। তিনমাস পর এক্স-রে'তে ধরা পড়ল এই দৃশ্য। ঘটনাটি হায়দরাবাদের নিজ়াম ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স(NIMS) সরকারি সুপার স্পেশালটি হাসপাতালের।

তিনমাস আগে ওই মহিলা পাকস্থলীর সমস্যা নিয়ে NIMS-এ ভরতি হন। সেইসময় ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন। কিন্তু পেট থেকে কাঁচি বের করতে ভুলে যান।

সম্প্রতি ওই মহিলার ফের যন্ত্রণা শুরু হওয়ায় অন্য একটি হাসপাতালে চিকিৎসার জন্য় যান। সেখানে তাঁর এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তাঁর পেটে কাঁচি দেখতে পান ওই হাসপাতালের চিকিৎসকরা।

এই ঘটনার জেরে ওই মহিলার আত্মীয়রা NIMS হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান ।

ABOUT THE AUTHOR

...view details