হায়দরাবাদ, ৯ ফেব্রুয়ারি : অস্ত্রোপচারের পর মহিলার পেটে কাঁচি রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসকরা। তিনমাস পর এক্স-রে'তে ধরা পড়ল এই দৃশ্য। ঘটনাটি হায়দরাবাদের নিজ়াম ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স(NIMS) সরকারি সুপার স্পেশালটি হাসপাতালের।
তিনমাস আগে ওই মহিলা পাকস্থলীর সমস্যা নিয়ে NIMS-এ ভরতি হন। সেইসময় ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন। কিন্তু পেট থেকে কাঁচি বের করতে ভুলে যান।