পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISIS-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট NIA-র

নিষিদ্ধ সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (ISKP) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

NIA
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি

By

Published : Sep 3, 2020, 10:20 PM IST

শ্রীনগর: নিষিদ্ধ সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (ISKP) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বুধবার সরকারি সূত্রে এখবর জানা গেছে।

একজন শীর্ষ NIA অফিসার জানান, “আজ দিল্লির একটি আদালতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এদের মধ্যে কাশ্মীরের এক মহিলাও রয়েছে।”

তিনি আরও বলেন, “আদালতে জমা দেওয়া চার্জশিটে নাম রয়েছে দিল্লির বাসিন্দা জাহানজেব সামি, কাশ্মীরের বাসিন্দা হিনা বশির, হায়দরাবাদের বাসিন্দা আবদুল্লা বাসিত এবং পুণের সাদিয়া আনোয়ার শেখ এবং নাবিল সিদ্দিক ক্ষত্রির।”

ওই অফিসার বলেন, “এই সমস্ত অভিযুক্তের বিরুদ্ধেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS/ISKP-র সঙ্গে যুক্ত থাকা এবং সরকারের বিরুদ্ধে চক্রান্ত, অস্থিরতা তৈরি এবং নাশকতার অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।” তিনি আরও যোগ করেন, ধৃতদের ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং UAPA-র আওতায় অভিযুক্ত করা হয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে, এই বছরের 8 মার্চ সামি ও তার বিবি হিনাকে দক্ষিণ দিল্লির জামিয়া নগর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ISIS-এর পত্রিকা সওয়াত আল-হিন্দ (ভারতের কণ্ঠস্বর) প্রকাশ ও প্রচার করার অভিযোগ রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details