পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে গ্রেপ্তার 9 আল কায়দা জঙ্গি - কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার NIA - এর

কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করল NIA ৷ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরীহদের খুন করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল তাদের ৷

NIA busts Al-Qaeda module in West Bengal, Kerala
কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার NIA - এর

By

Published : Sep 19, 2020, 9:09 AM IST

Updated : Sep 19, 2020, 6:41 PM IST

দিল্লি, 19 সেপ্টেম্বর : কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করল NIA ৷ কেরালার এরনাকুলাম ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ ধৃত জঙ্গিদের নাম- লিওন আহমেদ আনসারি, গাজি মিঞা, আবু সুফিয়ান, আতিকুর রহমান, আল মামুন কামাল, মাইনুল মণ্ডল, মুর্শিদ হাসান, নাজমুস সাকিব ও আইয়াকুব বিশ্বাস ।

NIA সূত্রে খবর, জলঙ্গির ঘোষপাড়ার বাসিন্দা মোশারফ হোসেন গত দশ বছর ধরে কেরলের এরনাকুলামে একটি কাপড়ের দোকানে কাজ করত । তাকে গ্রেপ্তার করে বাকিদের নাম জানতে পারে NIA । সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল । ধৃত জঙ্গিরা হামলার ছক করছিল।

গতরাতে প্রথমে জলঙ্গির ঘোষপাড়া থেকে গ্রেপ্তার করা হয় মোশারফ হোসেনের ভাই আতিকুর রহমানকে । এরপর ডোমকল কলেজের অস্থায়ী কর্মী লিওন আহমেদ আনসারিকে গ্রেপ্তার করা হয় । তার বাড়ি থেকে একটি বুলেট প্রুফ জ্যাকেট ও একটি পিস্তল উদ্ধার করেছেন তদন্তকারীরা । বেশ কিছু জঙ্গি যোগের কাগজ ও নকশা মিলেছে । ডোমকলের হিতানপুর থেকে গ্রেপ্তার হয় গাজি মিঞাকে । তার বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে । গাজি মিঞার মুড়ির মিল রয়েছে । ধৃতদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরকও মিলেছে বলে জানা গেছে ।

NIA-র এক আধিকারিক জানান, রাজধানীসহ দেশের মেট্রো শহরগুলিতে বড়সড় নাশকতার ছক কষেছিল ওই জঙ্গিরা ৷ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরীহদের খুন করে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা ছিল তাদের ৷

NIA সূত্রে খবর, সোশাল মিডিয়ায় উর্দুতে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল । যেখানে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও । তবে ধৃতদের পরিবারের দাবি, তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ।

Last Updated : Sep 19, 2020, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details