পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগামী এক সপ্তাহ অত্যন্ত কঠিন, সতর্কবার্তা প্রধানমন্ত্রীর - Corona panic

20 এপ্রিল পর্যন্ত প্রত্যেক থানা, প্রত্যেক জেলা, প্রত্যেক রাজ্যকে কঠোর পর্যবেক্ষণে রাখা হবে ৷ প্রতিটি জায়গায় লকডাউন কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখা হবে ৷ যে সমস্ত জায়গা পরীক্ষায় সফল হবে, সেই সমস্ত জায়গায় 20 এপ্রিল থেকে কিছু জরুরি বিষয়ে ছাড় দেওয়া হতে পারে ।

লকডাউন
লকডাউন

By

Published : Apr 14, 2020, 12:11 PM IST

দিল্লি, 14 এপ্রিল : কোরোনা ভাইরাসের বিরুদ্ধে ভারত অনেক শক্ত হাতে লড়াই করেছে-করছে ৷ সকল দেশবাসীর কঠোর তপস্যা ও ত্যাগের জন্য ভারত এখনও পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতি থেকে অনেকটাই নিস্তার পেয়েছে ৷ দেশের প্রতিটি মানুষ অনেক কষ্ট সহ্য করে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন ৷ দেশকে রক্ষা করেছেন, করে চলেছেন । পরিবার থেকে দূরে থেকেও দেশের জন্য নিয়ম-নিষ্ঠা ও কর্তব্যের পালন করেছেন ৷ আজ এভাবেই দেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ধন্যবাদ-কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মনে করিয়ে দিলেন আগামী দিনে লড়াইয়ের কথা । যা প্রধানমন্ত্রীর কথায়, "আরও কঠিন । আরও সতর্কতার সঙ্গে লড়তে হবে সেই লড়াই ।"

আজ দেশের প্রতিটি মানুষকে সতর্ক করে মোদি বলেন, "আমরা কোনওভাবে কোরোনা ভাইরাসকে নতুন করে সংক্রমণ ছড়াতে দিতে পারি না ৷ কোথাও কোরোনা ভাইরাসে কারও মৃত্যু হয় তাহলে আমাদের চিন্তা আরও বাড়বে ৷ সেই জন্য হটস্পটকে চিহ্নিত করে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে ৷ হটস্পটে পরিণত হতে পারে এমন জায়গাগুলিতে আমাদের কড়া নজর রাখতে হবে ৷ কঠোর পদক্ষেপ করতে হবে ৷ নতুন করে কোনও হটস্পট তৈরি হলে আমাদের পরিশ্রম আরও বাড়বে ৷" সেই জন্য কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আগামী এক সপ্তাহ আরও কঠিন- সতর্কতা প্রধানমন্ত্রীর ৷

তিনি জানান, "20 এপ্রিল পর্যন্ত প্রত্যেক রাজ্য-প্রত্যেক জেলা-প্রতিটি থানাকে কঠোর পর্যবেক্ষণে রাখা হবে ৷ প্রতিটি জায়গায় লকডাউন কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখা হবে ৷ যে সমস্ত জায়গা এই পরীক্ষায় সফল হবে সেই সমস্ত জায়গায় 20 এপ্রিল থেকে কিছু জরুরি বিষয়ে ছাড় দেওয়া হতে পারে ৷ তবে, তা সে সময়ের পরিস্থিতি পুরোপুরি নজরে রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ।" এর পরই প্রধানমন্ত্রীর কঠোর বার্তা, কোথাও নিয়ম ভঙ্গ করা হলে, সমস্ত ছাড় তুলে নেওয়া হবে ৷" পুরো বিষয়টি নিয়ে বুধবার কেন্দ্রীয় সরকার বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে বলেও জানান তিনি ৷

আজ প্রধানমন্ত্রীর দাবি, "ভারতে যদি সঠিক সময়ে সিদ্ধান্ত না নিত, তাহলে আজ কী পরিস্থিতি হত সেটা কল্পনা করলেই গায়ে কাঁটা দেয় ৷ সামাজিক দূরত্ব ও লকডাউনের সুফল পেয়েছে গোটা দেশ ৷ এর জন্য অনেক বড় দাম দিতে হয়েছে, কিন্তু ভারতবাসীর জীবনের থেকে কোনও কিছুই বড় না ৷" আজ প্রধানমন্ত্রীর গলায় প্রতিটি রাজ্য সরকারের প্রশংসা শোনা যায় । তাঁর কথায়, "রাজ্য সরকারগুলিও 24 ঘণ্টা নিজ নিজ দায়িত্ব পালন করেছে ৷ সবাই সাধ্য়মতো এগিয়ে এসেছে । বার বার আলোচনা হয়েছে । দেশবাসীর ক্ষতি কীভাবে কম করা যায়, সমস্য কীভাবে কম করা যায়- এ বিষয় রাজ্যগুলির সঙ্গে অনেক আলোচনা হয়েছে ৷" এ দিন প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details