পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @7 PM
টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

By

Published : Jul 11, 2020, 7:00 PM IST

1) দেশে কোরোনা মুক্তের সংখ্যা ছাড়াল 5 লাখ

দেশে কোরোনা মুক্তর সংখ্যা ছাড়াল পাঁচ লাখ ৷ মোট 5,15,385জন সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, আক্রান্তের থেকে সুস্থের সংখ্যা 2,31,978 বেশি ৷

2) প্রেমিককে সঙ্গে নিয়ে শওহরকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ

পেশায় ট্রাকের চালক ছিলেন শেখ নুর মহম্মদ দিন ৷ সাতদিন নিখোঁজ ছিলেন তিনি । আজ নুরের শ্বশুর বাড়ির রান্না ঘর থেকে উদ্ধার হল তাঁর গলা কাটা দেহ ৷ নুর মহম্মদের বেগম আসমা বিবি পাশের গ্রাম শ্যামসুন্দরপুরের যুবক শেখ দুলালের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিল বলে অভিযোগ। নুরের নিখোঁজ বিষয়ে তার বিবির হাত ছিল বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের ৷

3) থানে থেকে গ্রেপ্তার 2 বিকাশ ঘনিষ্ঠ

উত্তরপ্রদেশ থেকে পালিয়ে থানেতে লুকিয়ে ছিল । উত্তরপ্রদেশ STF সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশ তল্লাশি শুরু করে । আজ তাদের দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

4) দাম চার লাখ, হিরে খোচিত মাস্ক বিকোচ্ছে সুরাতের দোকানে

ইয়েলো গোল্ডের সঙ্গে অ্যামেরিকান ডায়মন্ড দিয়ে তৈরি মাস্কের দাম দেড় লাখ টাকা ৷ আর হোয়াইট গোল্ডের সঙ্গে সত্যিকারের হিরে দিয়ে তৈরি মাস্কের দাম পড়বে চার লাখ টাকা ৷

5) পৌরপ্রশাসকের উপস্থিতিতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ভদ্রেশ্বরে

পৌরসভার প্রশাসকের সামনে কিশোরীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ এখনও পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ থানার সামনে বিক্ষোভ দেখান BJP-র স্থানীয় সদস্যরা ৷

6) হাওড়ায় লকডাউনের চোর-পুলিশ খেলা ! নেই সচেতনতার চিহ্ন

স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, বাইরের লোক আসছে এবং কনটেইনমেন্ট জ়োনে ঢুকছে । কনটেইনমেন্ট জ়োনের মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ এভাবে চলতে থাকলে সংক্রমণ আটকানো যাবে না ।

7) কলকাতা থেকে প্রতারণা চক্রের পান্ডা গ্রেপ্তার

পুলিশে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার ব্যক্তি ৷ অভিযুক্তের নাম অশোক সাউ ৷ তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷

8) কোরোনায় আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী, হোম কোয়ারানটিনে মন্ত্রী

কোরোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী ৷ যার জেরে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে মন্ত্রী সহ তাঁর পরিবারকে ৷

9) ইংল্যান্ড স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকসের অনন্য কৃতিত্ব

সাময়িক অধিনায়ক বেন স্টোকস বোলিং সহায়ক পিচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন ৷ যদিও টেস্টের তৃতীয় দিনে সেই ক্ষতর উপর কিছুটা মলম দেন তিনি ৷ তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ়ের 4টি উইকেট ৷

10) শেষ হল 'নেতাজি' ধারাবাহিক

2019 সালের জানুয়ারি মাসের 14 তারিখ । জি বাংলার পরদায় হইহই করে শুরু হয়েছিল 'নেতাজি' ধারাবাহিকটি । আর শুরু হওয়া যাত্রা শেষও হল অবধারিতভাবে ।

ABOUT THE AUTHOR

...view details