পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পণ না পেয়ে তাৎক্ষণিক তিন তালাক, গ্রেপ্তার শওহর - Newlywed gets triple talaq over dowry in Bhopal

পণ মেটাতে না পারায় এক মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল ভোপাল পুলিশ । তাৎক্ষণিক তিন তালাক একটি ফৌজদারি অপরাধ । 2019 সালে 30 জুলাই ভারতের সংসদের সদস্যদের ভোটে এই সংক্রান্ত বিল পাশ হয় । পরে তা আইনে পরিণত হয় ।

Aw
Aa

By

Published : Oct 4, 2020, 8:46 PM IST

ভোপাল, 4 অক্টোবর : শ্বশুরবাড়ির তরফে দাবি ছিল 10 লাখ টাকা পণ মেটাতেই হবে । সেই টাকা মেটাতে না পারায় এক মহিলাকে তিন তালাক দেয় শওহর । মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা । ঘটনায় মহিলার শওহর ও দেওরের নামে অভিযোগ দায়ের হয়েছে । শওহরকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মহিলা জানিয়েছেন, চলতি বছরে ইদের দিন তাঁর শওহর ও শ্বশুরবাড়ির লোকরা বাবার বাড়ির কাছ থেকে 10 লাখ টাকা এনে দেওয়ার দাবি করে । তিনি আনতে পারেননি । এরপরেই তাঁকে তিন তালাক দিয়ে দেয় শওহর ।

তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করে 2019 সালের 30 জুলাই ভারতের সংসদে বিল পাশ হয় হয় । পরে তা আইনে রূপান্তরিত হয় । তাৎক্ষণিক তিন তালাক একটি ফৌজদারি অপরাধ । এতে অভিযুক্তর তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details