লাদাখ, 3 অক্টোবর: গালওয়ান উপত্যকায় চিনা সেনার বিরুদ্ধে প্রাণ দেওয়া 20 জন ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনে নির্মিত হল স্মৃতিসৌধ । লাদাখের দুর্বুক-সাইয়ক-দৌলত বেগ ওডিলেতে স্ট্র্যাটেজিক রোডের উপর KM-120 পোস্টের কাছে ইউনিট লেভেলে স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে ।
শহিদ 20 গালওয়ান যোদ্ধাদের জন্য নির্মিত হল স্মৃতিসৌধ
গালওয়ান উপত্যকায় শহিদ হওয়া 20 জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে ।
15 জুন শহিদ হওয়া 20 জন জওয়ানের নাম ও অভিযানের বিশদ বিবরণ দেওয়া রয়েছে স্মৃতিসৌধে । অভিযানের বিস্তারিত হিসেবে স্মৃতিসৌধের দেওয়ালে লেখা রয়েছে, "15 জুন 2020-তে গালওয়ান ভ্যালিতে কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোসবাবু , 16 বিহারের দ্রুত প্রতিক্রিয়া বাহিনী এবং আরও বেশ কয়েকজন জওয়ানদকে জেন AY নালা থেকে PLA OP-কে উচ্ছেদ করার পর 14 পেট্রলিং পয়েন্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয় । তাঁরা সকলে Y নালা থেকে PLA OP-কে উচ্ছেদ করতে সক্ষম হন এবং PP 14 -এ পৌঁছান । এরপরেই সেখানে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । IA ও PLA- এর জওয়ানদের মধ্যে হাতাহাতি বেধে যায় । পরে তা ভয়াবহ আকার ধারণ করে । সামনে থেকে সেনাদের লড়াইয়ের নেতৃত্ব দেন কর্নেল বি সন্তোসবাবু । শহিদ হন 20 জন জওয়ান । এই বীর 20 জন জওয়ানকে 'গ্যালান্টস অফ গালওয়ান' সম্মানে ভূষিত করা হল ।"
গালওয়ান উপত্যকা, ফিঙ্গার অঞ্চল, হট স্প্রিংস এবং কংগ্রুং নালাসহ একাধিক অঞ্চলে চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । সংঘর্ষ বাধে দুই দেশের জওয়ানদের মধ্যে । ভারতের 20 জন সেনা শহিদ হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয় ।