পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'মেক ইন ইন্ডিয়া'-র আওতায় ভারতে তৈরি হবে গুস্তাফের নতুন সংস্করণ

ভারতে 40 বছরের এই অস্ত্রকে আরও উন্নত করার পরিকল্পনায় রয়েছে সাব ৷ সেনাদের জন্য 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের আওতায় এই পরবর্তী প্রজন্মের কার্ল গুস্তাফ M4 তৈরির পরিকল্পনা করছে এই সংস্থা ৷

গুস্তাফ রাইফেল
গুস্তাফ রাইফেল

By

Published : Jul 26, 2020, 7:01 AM IST

কার্ল গুস্তাফ রিকয়েললেস রাইফেল ৷ ট্যাঙ্ক বিধ্বংসী 84 মিলিমিটার ক্যালিবারের এই রাইফেল সুইডেনের সাব বোফোর্স ডায়ানামিক্সে তৈরি হয় ৷ 1946 সালে প্রথম এই অস্ত্রের সঙ্গে পরিচিতি হয় বিশ্বের ৷

এই যুগের অন্যান্য অস্ত্রগুলির ব্যবহার বন্ধ হলেও সময়ের সঙ্গে নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করে এখনও বিশ্বব্যাপী এই অস্ত্রের ব্যবহার রয়েছে ৷ হালকা ওজনের ও কম খরচের এই রাইফেলে অনেক ধরনের কার্তুজ ব্যবহার করা যায় ৷ এর ফলে বিভিন্ন ক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করা যায় ৷

কারা কারা ব্যবহার করে গুস্তাফ ?

  • আর্জেন্টিনা
  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বেলিজ়
  • বটসওয়ানা
  • ব্রাজ়িল
  • বুর্কিনা ফাসো
  • ক্যানাডা
  • চিলি
  • ডেনমার্ক
  • এস্টোনিয়া
  • জার্মানি
  • ঘানা
  • গ্রিস
  • হাঙ্গারি
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • ইরাক
  • আয়ারল্যান্ড
  • ইজ়রায়েল
  • জাপান
  • কেনিয়া
  • কুয়েত
  • মায়ানমার
  • নেপাল
  • নিউজ়িল্যান্ড
  • নাইজেরিয়া
  • নরওয়ে
  • পোল্যান্ড
  • পোর্তুগাল
  • আরব
  • থাইল্যান্ড
  • অ্যামেরিকা
  • ভেনেজ়ুয়েলা
  • জ়াম্বিয়া
    গুস্তাফ রাইফেল কাঁধে নিয়ে ভারতীয় জওয়ান

গুস্তাফ সম্পর্কে কিছু তথ্য

বহু ক্ষেত্রে ব্যবহৃত এই অস্ত্র শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন অভিযানে, শহুরে বা জটিল যুদ্ধ পরিবেশের ক্ষেত্রে ঐতিহ্যবাহী শক্তি প্রয়োগের দ্বন্দ্বে এই রাইফেল মোতায়েন করা হয় ৷ ব্যাটল ট্যাঙ্ক ধ্বংস করতে, বিভিন্ন বাধাকে নষ্ট করতে ও বাঙ্কারগুলিকে ধ্বংস করতে এই রাইফেল ব্যবহার করা হয় ৷ বিভিন্ন বিল্ডিঙে থাকা শত্রুপক্ষকে আক্রমণ করা যায় এই অস্ত্রের সাহায্যে ৷ 1,000 মিটার দূরত্ব পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে এই রাইফেলের ব্যবহার করে ভারতীয় সেনা ৷

এই রাইফেলের নতুন সংস্করণ কার্ল গুস্তাফ M4 প্রথম জনসমক্ষে আনা হয় 2014 সালে ৷ এই নতুন সংস্করণটিনতুন সংস্করণটি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত নমনীয় এবং সামঞ্জস্যপূর্ণ ৷ শুধুমাত্র ট্যাঙ্ক বিধ্বংসী নয়, চলমান ও দাঁড়িয়ে থাকা উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই রাইফেল ৷

গুস্তাফ রাইফেল

এই নতুন M4-টি হালকা ওজনের নমনীয় টাইটেনিয়ামের উপাদান ও কার্বন ফাইবার দিয়ে তৈরি ৷ এই রাইফেলের সাহায্যে সেনাবাহিনী একসঙ্গে অনেকগুলি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে ৷

প্রস্তুতকারক সংস্থা সাব বোফোর্স ডায়ানামিক্সের মতে, কার্ল গুস্তাফ M4-এ পাঁচটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে ৷ যেগুলি হল- এটির মাধ্যমে আগের থেকে আরও ভালো করে লক্ষ্যবস্তুকে দেখা যায়, কাঁধে বহন করার ক্ষেত্রেও আরও সুবিধাজনক, হালকা ওজন, দ্রুত কার্তুজ ভরা যায় এবং রক্ষণাবেক্ষণের জন্য ইন্টিগ্রেটেড শট কাউন্টার ৷

গুস্তাফ রাইফেলের কার্তুজ

ভারতে গুস্তাফের ইতিহাস

ভারতে 40 বছরের এই অস্ত্রকে আরও উন্নত করার পরিকল্পনায় রয়েছে সাব ৷ সেনাদের জন্য 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের আওতায় এই পরবর্তী প্রজন্মের কার্ল গুস্তাফ M4 তৈরির পরিকল্পনা করছে এই সংস্থা ৷ 1976 সালে ভারত সাবের সঙ্গে প্রথম এই রাইফেলের M2 সংস্করণের জন্য চুক্তি স্বাক্ষর করেছিল ৷ এই চুক্তি অনুযায়ী, সাব এই অস্ত্র ও তার কার্তুজের প্রযুক্তিগত তথ্য অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে হস্তান্তর করেছিল ৷

গুস্তাফ রাইফেলের বৈশিষ্ট্য

2005 সালে সাব M3-র জন্য ফের ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ৷ বর্তমানে ভারতে M4 তৈরির জন্য অংশীদার খুঁজছে প্রস্তুতকারক সংস্থা সাব ৷

ABOUT THE AUTHOR

...view details