পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আতঙ্কের মাঝেই চিনে মিলল নতুন ভাইরাস G 4 - জি 4 ভাইরাস

গবেষকদের মতে G 4 নামক এই ভাইরাসও মহামারির আকার ধারণ করতে পারে।

New Swine Flu With Pandemic Potential Discovered In China
New Swine Flu With Pandemic Potential Discovered In China

By

Published : Jun 30, 2020, 8:10 PM IST

ওয়াশিংটন, 30জুন : কোরোনার প্রকোপ থেকে মুক্ত হতে পারেনি বিশ্ব। এরই মধ্যে চিনে নতুন একটি ভাইরাসের সন্ধান পেলেন গবেষকরা। সোয়াইন ফ্লু গোত্রের এই ভাইরাসটির নাম G 4। ভবিষ্যতে এই ভাইরাসটি মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা গবেষকদের। সোমবার অ্যামেরিকার সায়েন্স জার্নাল PNAS-এ এমনই তথ্য প্রকাশ করে হয়েছে। এই ভাইরাসটি মারাত্মক সংক্রামক বলেও দাবি করে হয়েছে ওই সায়েন্স জার্নালে।

গবেষকদের দাবি, নতুন ভাইরাসটি H1N1 ভাইরাসের একটি গোত্র। এই H1N1 ভাইরাসের কারণেই 2009 সালে মহামারির সৃষ্টি হয়েছিল। তাই আগে থেকেই এই ভাইরাস সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

উল্লেখ্য, চিনের 10টি এলাকা থেকে 2011 থেকে 2018 সালের মধ্যে গবেষকরা 30 হাজার শুয়োরের লালারস সংগ্রহ করে। যার মধ্যে 179 ধরণের সোয়াইন ফ্লু ভাইরাস চিহ্নিত হয়েছে। যার মধ্যে বেশির ভাগ ভাইরাসই নতুন ধরণের বলে দাবি করেন গবেষকরা।

গবেষকদের মতে, G 4 অত্যন্ত সংক্রমক একটি ভাইরাস। জ্বরের ফলে মানবদেহে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেই প্রতিরোধ ক্ষমতাও G 4-কে আটকাতে সক্ষম নয়। এছাড়াও তাঁদের দাবি, ইতিমধ্যেই পশু থেকে মানবদেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। কিন্তু এখনও পর্যন্ত মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি। যা আরও বেশি আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মত গবেষকদের।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে প্যানডেমিকের আকার নিয়েছে কোরোনা ভাইরাস। এই কোরোনা ভাইরাস বা COVID 19-এর ছড়িয়ে পড়ে চিন থেকেই। যার ফলে বিশ্ব জুড়ে ইতিমধ্যেই 5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পার করেছে 10 মিলিয়ন। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক অবিষ্কার করা সম্ভব হয়নি। এরই মাঝে আবরও এক ভাইরাসের সন্ধান মেলায় আশঙ্কায় গবেষকরা।

ABOUT THE AUTHOR

...view details