দিল্লি,15 এপ্রিল : আজ লকডাউনের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার । সেখানে নির্দিষ্ট কয়েকটি বিষয় যেমন মেনে চলার কথা বলা হয়েছে তেমনই কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও । 20 এপ্রিল থেকে শর্তসাপেক্ষে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্টের (MGNREGA) অধীনে সবরকম কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
গতকাল লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর আজ কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় । সেখানে বলা হয়, 20 এপ্রিলের পর থেকে কয়েকটি ক্ষেত্রকে লকডাউন থেকে ছাড় দেওয়া হচ্ছে । কোন কোন ক্ষেত্রকে ছাড় দেওয়া হচ্ছে তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায় ।