নাসিক, 19 সেপ্টেম্বর : কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে । আজ নাসিকে দলীয় জনসভায় একথাই বললেন নরেন্দ্র মোদি । সেখানে বর্তমান সরকারের 100 দিনের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি ।
সরকারের একাধিক পদক্ষেপের বিষয়ে বলতে গিয়ে মোদি বলেন, "আমরা জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্ত সমস্যাকে দূর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম । আজ আমি আত্মতুষ্টির সঙ্গে বলতে পারি যে সেসব সমস্যা দূর করার পথে এগোতে পেরেছি । দেশের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা এগিয়েছি । দেশের সংবিধানের মধ্যে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি শুধু সরকারের সিদ্ধান্ত ছিল না । এটি 130 কোটি ভারতীয়র সিদ্ধান্ত । জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষদের হিংসা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে রক্ষা করতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।"