পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে : মোদি - jammu and kashmir

আজ নাসিকে দলীয় জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "আমরা সবসময় জানতাম কাশ্মীর আমাদের । তবে এখন নতুন স্লোগান তুলতে হবে ৷ বলতে হবে, সবাই মিলে এক নতুন কাশ্মীর গড়ে তুলব । আরও একবার কাশ্মীরকে স্বর্গে পরিণত করতে হবে ।"

মোদি

By

Published : Sep 19, 2019, 4:35 PM IST

নাসিক, 19 সেপ্টেম্বর : কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে । আজ নাসিকে দলীয় জনসভায় একথাই বললেন নরেন্দ্র মোদি । সেখানে বর্তমান সরকারের 100 দিনের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি ।

সরকারের একাধিক পদক্ষেপের বিষয়ে বলতে গিয়ে মোদি বলেন, "আমরা জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্ত সমস্যাকে দূর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম । আজ আমি আত্মতুষ্টির সঙ্গে বলতে পারি যে সেসব সমস্যা দূর করার পথে এগোতে পেরেছি । দেশের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা এগিয়েছি । দেশের সংবিধানের মধ্যে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি শুধু সরকারের সিদ্ধান্ত ছিল না । এটি 130 কোটি ভারতীয়র সিদ্ধান্ত । জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষদের হিংসা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে রক্ষা করতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।"

পাশাপাশি কাশ্মীরের উন্নতিতে সারা দেশকে সমান ভাগীদার হতে হবে বলেও জানান মোদি । বলেন, "আমরা সবসময় জানতাম কাশ্মীর আমাদের । তবে এখন নতুন স্লোগান তুলতে হবে ৷ বলতে হবে, সবাই মিলে এক নতুন কাশ্মীর গড়ে তুলব । আরও একবার কাশ্মীরকে স্বর্গে পরিণত করতে হবে ।"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের পর থেকেই প্রতিবেশী দেশ কাশ্মীরকে অশান্ত করে তুলতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন মোদি । পাকিস্তানের নাম না করে বলেন, "সারা দেশ দেখছে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সীমান্তের ওপার থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে । জম্মু ও কাশ্মীরে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে । তবে জম্মু ও কাশ্মীরের যুব সমাজ, সেখানকার মা-বোনেরা এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে । তারা উন্নতি চায়, নতুন কর্মসংস্থান চায় ।"

ABOUT THE AUTHOR

...view details