পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বন্দিপোরায় নিকেশ 2 জঙ্গি

বন্দিপোরায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই ৷ এখনও পর্যন্ত 2 জঙ্গি নিকেশ হয়েছে ৷

ফের উত্তপ্ত উপত্যকা, বন্দিপোড়ায় নিকেশ 2 জঙ্গি

By

Published : Nov 11, 2019, 9:42 AM IST

Updated : Nov 11, 2019, 2:28 PM IST

কাশ্মীর, 11 নভেম্বর : বন্দিপোরায় 2 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । নিহতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি ।

গোপন সূত্র খবর পেয়ে আজ বন্দিপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী । সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেন জওয়ানরা । গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয় । এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি রেখেছে নিরাপত্তা বাহিনী ।

নিহত জঙ্গিদের থেকে অস্ত্র ও বারুদ উদ্ধার করা হয়েছে ৷ তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে সেনা ৷

পাশাপাশি রবিবার শ্রীনগর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে লাওডারা গ্রামে গুলির লড়াইয়ে আরও এক জঙ্গি নিহত হয় ৷

Last Updated : Nov 11, 2019, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details