পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডে 131 শহরে TET, ঘোষিত পরীক্ষার নতুন দিন - ঘোষিত পরীক্ষার নতুন দিন

চলতি বছরের মে মাসের 5 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রশাসনিক কারণে দিন পিছোনো হয় ৷

new-day-of-ctet-exams-announced
new-day-of-ctet-exams-announced

By

Published : Nov 4, 2020, 8:24 PM IST

দিল্লি, 4 নভেম্বর : 14তম সর্বভারতীয় TET পরীক্ষা বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিট টেস্ট হওয়ার কথা ছিল চলতি বছরের মে মাসের 5 তারিখে ৷ ওই দিন দেশের 112টি শহরে হওয়ার কথা ছিল পরীক্ষা ৷ যদিও তা পিছিয়ে দেওয়া হয় প্রশাসনিক কারণে ৷ এবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা হল ৷ 2021 সালের 31 জানুয়ারি হবে পরীক্ষা ৷

TET কমিটির তরফে জানানো হয়েছে, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই আগামী বছরের জানুয়ারি মাসের 31 তারিখে দেশের 135টি শহরে পরীক্ষা হবে ৷ পরীক্ষাকেন্দ্র হিসেবে যে শহরগুলিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল লখিমপুর, নওগাঁ, বেগুসরাই, গোপালগঞ্জ, পুর্নিয়া, রোহতাস, সাহারসা, সারান, ভিলাই, বিলাসপুর, হাজারিবাগ, জামশেদপুর, লুধিয়ানা, আম্বেদকর নগর, বিজনর, বুলানসাহার, দেওরিয়া, গোন্ডা, মেইনপুরি, প্রতাপগড়, সাহজাহানপুর, সিতাপুর এবং উধম সিং নগর ৷

WWW.ctet.nic.in ওয়েবসাইটে নতুন পরীক্ষাকেন্দ্রগুলি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, এই শহরগুলির পরীক্ষার্থীরা আবেদন করেন, কোভিড পরিস্থিতি তাদের শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হোক ৷ সেই আবেদনেই সাড়া দিয়েছে TET কমিটি.

ABOUT THE AUTHOR

...view details