দিল্লি, 4 ডিসেম্বর : দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচেই রইল ৷ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 36,594 জন ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 95 লাখ 71 হাজার 559 ৷
আরও পড়ুন : বিনামূল্যে ভ্যাকসিন পাবে অ্যামেরিকাবাসী, প্রতিশ্রুতি বাইডেনের
কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 540 জনের ৷ বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল 526 জনের ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 39 হাজার 188 ৷ অন্যদিকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 42 হাজার 916 জন ৷ সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল 90 লাখ 16 হাজার 289 ৷ এই মুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 16 হাজার 82 ৷