পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাকিস্তানের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে : ডোভাল - পুলওয়ামা

"পুলওয়ামায় CRPF কনভয়ের উপর হামলা দেশ ভোলেনি। পাকিস্তান ও তার সমর্থনকারীদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে।" আজ গুরগাঁওয়ে CRPF-র প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান মঞ্চ থেকে এই কথাগুলি বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

ফাইল ফোটো

By

Published : Mar 19, 2019, 1:20 PM IST

তিনি বলেন, "পুলওয়ামা হামলার কথা না দেশ ভুলেছে না কোনও দিনও ভুলবে। নেতৃত্ব ঠিক করবে কখন এবং কোথায় অভিযান চালানো হবে। সন্ত্রাসের বিরুদ্ধে হোক বা যারা সন্ত্রাসকে সমর্থন করে তাদের বিরুদ্ধে হোক। যখনই আমরা বৈঠক করি এবং ঠিক করি কোন বাহিনী কোথায়, কখন পাঠানো যাবে, আমরা CRPF জওয়ানদেরই বেছে নিই। তাঁরা বিশ্বাসযোগ্য। আর আমরা পুরোপুরিভাবে তাঁদের উপর ভরসা করতে পারি। বহু বছর লাগে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে।"

পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, "পুলওয়ামায় যে ৪০ জন জওয়ান শহিদ হয়েছেন তাঁদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাচ্ছি।"

পুলওয়ামা হামলার ১২ দিন পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আভিযান চালায়। জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্র অনুযায়ী, হামলায় নিকেশ হয়েছিল ৩০০-র বেশি জঙ্গি। এছাড়া ঘাঁটিগুলির অস্ত্রাগারে ছিল ২০০টির বেশি রাইফেল, অসংখ্য হ্যান্ডগ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর। অভিযানে সেগুলিও নষ্ট করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা।

ABOUT THE AUTHOR

...view details