দিল্লি, 7 জুলাই : কেউ লিখেছেন, "কখনও বিশ্বাস করবে না ওদের (চিন)৷ কখনও না ৷" কেউ আবার আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, "আশা করছি 1962-র পুনরাবৃত্তি হবে না ৷" আর প্রত্যেকেরই এই সতর্কবার্তার সঙ্গে রয়েছে 1962-র 15 জুলাইয়ের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতার ছবি ৷ গতকাল চিনা সেনার পিছু হটার খবর প্রকাশ্যে আসার পর টুইটারে এরকমই একাধিক পোস্ট করতে দেখা যায় নেটিজ়েনদের ৷
এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম আশঙ্কায় ভুগছেন নেটিজ়েনরা ? যখন চিনা সেনা পিছু হটে গেছে তখন কেন কেন্দ্রকে সতর্ক করছেন তাঁরা ? আর 1962-র 15 জুলাই কী হয়েছিল ?
ফ্রি প্রেস জার্নালের টুইটারে গতকাল 1962-র একটি সংবাদপত্র দা ভারত জ্যোতির প্রথম পাতার ছবি পোস্ট করা হয় ৷ সঙ্গে লেখা হয়, "ব্লাস্ট ফ্রম দা পাস্ট৷'' ফ্রি প্রেস জার্নালের পোস্ট করা তৎকালীন সংবাদপত্রের প্রথম পাতাটিতে শিরোনামে লেখা, "বিপজ্জনক অবস্থান থেকে পিছু হটল চিনা সেনা ৷"