পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নো ম্যান ল্যান্ডে অবৈধ নির্মাণ নেপালের, ফের উত্তেজনা সীমান্তে - ভারত-নেপাল সম্পর্ক

সম্প্রতি উত্তরাখণ্ডের ভারত-নেপাল বর্ডারে চারটি বর্ডার পোস্ট তৈরি করেছে নেপাল সরকার ৷ তা নিয়েই বিবাদ শুরু হয় দুই দেশের মধ্যে ৷ অন্যদিকে উত্তরপ্রদেশ নেপালের সঙ্গে 105 কিলোমিটারের আন্তর্জাতিক বর্ডার আছে ৷

image
ফের উত্তেজনা সীমান্তে

By

Published : Jul 6, 2020, 10:03 PM IST

পিলিভিত (উত্তরপ্রদেশ), 6 জুলাই : বর্তমানে ভারত-নেপাল সম্পর্ক এখন সংবাদ শিরোনামে ৷ ফের নতুন করে সীমান্তে বিবাদ দেখা গেল ৷ আজ অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশের পিলিভিত জেলায় ইন্দো-নেপাল বর্ডারে বেআইনিভাবে সড়ক নির্মাণ করছে নেপাল ৷ পিলিভিতের ডিস্ট্রিক কালেকটর বৈভব শ্রীবাস্তব-সহ জেলার উচ্চপদস্থ আধিকরিকরা ঘটনাস্থানে পৌঁছান এবং সড়ক নির্মাণ বন্ধ করে দেন ৷

সম্প্রতি উত্তরাখণ্ডের ভারত-নেপাল বর্ডারে চারটি বর্ডার পোস্ট তৈরি করেছে নেপাল ৷ তা নিয়েই বিবাদ শুরু হয় দুই দেশের মধ্যে ৷ অন্যদিকে উত্তরপ্রদেশ নেপালের সঙ্গে 105 কিলোমিটারের আন্তর্জাতিক বর্ডার আছে ৷ যার মধ্যে পিলিভিত-সহ জেলার 6টি জেলা আছে ৷

পিলিভিতের ডিস্ট্রিক কালেকটর বলেন, ‘‘নেপাল নো ম্যান ল্যান্ডে নির্মাণকার্য চালাচ্ছে খবর পেয়ে আমরা এখানে এসেছি ৷ কিন্তু, নেপালের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, যে নো ম্যান ল্যান্ডে কোনও নির্মাণ কাজ করা হয়নি ৷ এরপর দুই দেশের সার্ভের পর বর্ডার পিলারের নির্মাণের কাজও খুব দ্রুত সম্পন্ন করা হবে ৷''

সম্প্রতি দুই দেশের মধ্যে মনোমালিন্য তৈরি হয় নেপাল পার্লামেন্টে একটি নতুন ম্যাপ পাশ করার পর ৷ নতুন ম্যাপে ভারতের লাইপুলেখ -কালাপানি এলাকা নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে ৷

নেপাল পার্লামেন্টে নতুন ম্যাপ পাস হওয়ার পর নতুন সমস্যা দেখা যায় ৷ ভারতের যে এলাকাগুলি নেপালের অংশ বলে দেখানো হয়েছে, সেখানে নো ম্যান ল্যান্ড দখল করতে এগিয়ে আসে নেপালের অধিবাসীরা ৷

যদিও ভারত সরকারের পক্ষ থেকে নেপালের নতুন ম্যাপটিকে একতরফা বলে দাবি করে ৷ এবং এটি ঐতিহাসিক প্রমান বা ঘটনার ভিত্তিতে নয় বলে দাবি করা হয় ৷ কিন্তু নেপাল ফের ম্যাপ প্রকাশ করে সীমান্তে নিজেদের অবস্থান আরও মজবুত করার ইঙ্গিত দেয় ৷ প্রসঙ্গত ভারত ও নেপালের মধ্যে নো ম্যান ল্যান্ডে কোনও নির্মাণকাজ করার কারোর কোনও অনুমতি নেই ৷

ABOUT THE AUTHOR

...view details