পিলিভিত (উত্তরপ্রদেশ), 6 জুলাই : বর্তমানে ভারত-নেপাল সম্পর্ক এখন সংবাদ শিরোনামে ৷ ফের নতুন করে সীমান্তে বিবাদ দেখা গেল ৷ আজ অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশের পিলিভিত জেলায় ইন্দো-নেপাল বর্ডারে বেআইনিভাবে সড়ক নির্মাণ করছে নেপাল ৷ পিলিভিতের ডিস্ট্রিক কালেকটর বৈভব শ্রীবাস্তব-সহ জেলার উচ্চপদস্থ আধিকরিকরা ঘটনাস্থানে পৌঁছান এবং সড়ক নির্মাণ বন্ধ করে দেন ৷
সম্প্রতি উত্তরাখণ্ডের ভারত-নেপাল বর্ডারে চারটি বর্ডার পোস্ট তৈরি করেছে নেপাল ৷ তা নিয়েই বিবাদ শুরু হয় দুই দেশের মধ্যে ৷ অন্যদিকে উত্তরপ্রদেশ নেপালের সঙ্গে 105 কিলোমিটারের আন্তর্জাতিক বর্ডার আছে ৷ যার মধ্যে পিলিভিত-সহ জেলার 6টি জেলা আছে ৷
পিলিভিতের ডিস্ট্রিক কালেকটর বলেন, ‘‘নেপাল নো ম্যান ল্যান্ডে নির্মাণকার্য চালাচ্ছে খবর পেয়ে আমরা এখানে এসেছি ৷ কিন্তু, নেপালের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, যে নো ম্যান ল্যান্ডে কোনও নির্মাণ কাজ করা হয়নি ৷ এরপর দুই দেশের সার্ভের পর বর্ডার পিলারের নির্মাণের কাজও খুব দ্রুত সম্পন্ন করা হবে ৷''