দিল্লি, 24 এপ্রিল : আধঘণ্টায় পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল । প্রথম কম্পন অনুভূত হয় সকাল 6টা 14 মিনিটে । এরপর 6টা 29 ও 6টা 40 মিনিটে ফের কম্পন হয় । অন্যদিকে, গতকাল মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশে । IMD (ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট) দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.8 ।
নেপালে আধঘণ্টায় 3 বার ভূমিকম্প, কম্পন অরুণাচলেও - nepal
আজ সকালে আধঘণ্টায় পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল । ভূমিকম্প অনুভূত অরুণাচল প্রদেশেও ।
ছবিটি প্রতীকী
আজ সকাল 6টা 14 মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে কাঠমান্ডু । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.8 । এরপর 6টা 29 মিনিটে ফের কম্পন হয় ধাদিং জেলার নাউবিসে । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.2 । শেষবার কম্পন হয় 6টা 40 মিনিটে । তীব্রতা ছিল 4.3 ।
এদিকে, গতকাল মধ্যরাত 1টা 45 মিনিটে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াঙে ভূমিকম্প অনুভূত হয় । তবে হতাহতের খবর নেই ।